
একজন পুরুষ ও এক মহিলার অর্ধনগ্ন অবস্থায় নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায় এর এই বক্তব্য নিয়ে কি বলবেন মোদি জি, এই ভিডিওটা ভাইরাল করুন যাতে সারা ভারত দেখতে পারে।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওতে থাকা ব্যক্তি অনিল উপাধ্যায় নামে কোনো বিধায়ক নন। বিজেপিতে অনিল উপাধ্যায় নামে কোনো বিধায়ক নেই।
তথ্য যাচাইঃ
মাই নেতা ওয়েবসাইটে খুঁজে দেখা গেছে অনিল উপাধ্যায় নামে কোনো বিজেপি বিধায়ক নেই।
এই নামে দুটি প্রোফাইল পাওয়া গেছে-
১. ড. অনিল উপাধ্যায়-বিএসপি প্রার্থী হিসেবে ২০১৮ সালে রাজস্থানের যোধপুর থেকে নির্বাচন লড়েছিলেন, কিন্তু হেরে যান।
২. অনিল কুমার উপাধ্যায়- লখনউ থেকে নির্দল প্রার্থী হিসেবে ২০০৭ ও ২০১২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন।
ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় আমরা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারিনি, তবে এটা স্পষ্ট যে অনিল উপাধ্যায় নামে কোনো নেতা বিজেপি দলেই নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওর ব্যক্তি অনিল উপাধ্যায় নামে কোনো বিধায়ক নন। বিজেপিতে অনিল উপাধ্যায় নামে কোনো বিধায়ক নেই।

Title:না, ভিডিওতে থাকা ব্যক্তি অনিল উপাধ্যায় নামে কোনো বিজেপি বিধায়ক নন
Fact Check By: Nasim AkhtarResult: False