সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণের ভিডিওকে পাকিস্তানের সেনা সদর দফতরে বিস্ফোরণের ভিডিও দাবি করে শেয়ার 

False International

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বিস্ফোরণের ভিডিও ভাইরাল হচ্ছে যা পাকিস্তানের সেনা সদর দফতরে বিস্ফোরণ বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে একটি জনবহুল রাস্তার পাশে তীব্র বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে এবং বিস্ফোরণের পর ঘটনাস্থলে বিশাল ধোঁয়া ও বিধ্বংসী ধ্বংসযজ্ঞ স্পষ্টভাবে দৃশ্যমান। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ানক যে আশপাশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করেন। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”পাকিস্তানের সেনা সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণ, ২০ জন পাকিস্তানি সেনা জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। গুরুতর আহত একাধিক সেনা জওয়ান।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভাইরাল হওয়া ভিডিওটি পাকিস্তানের সেনা সদর দফতরে বিস্ফোরণ দেখাচ্ছে না। ভিডিওটিতে সিরিয়ার দামেস্কের দৌমা শহরে একটি জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণের দৃশ্য প্রদর্শিত হয়েছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর স্ক্রিনশটগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই ভিডিও ‘Sprinter Observer’ নামের এক্স প্রোফাইলে পাওয়া যায়। ১৮ মারচ,২০২৫, তারিখে করা এই পোস্টের ক্যাপশনের মাধ্যমে এই বিস্ফোরণটি দামেস্কের দৌমা শহরে সিরিয়ায় ঘটেছিল বলে জানানো হয়। 

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগলে সার্চের মাধ্যমে ‘Roya News English’ -এর ইউটিউব চ্যানেলে এই ভিডিও কেন্দ্রিক একটি উপস্থাপন পাই। বিবরণের অনুযায়ী, ভিডিওটি সিরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণ দেখাচ্ছে। 

‘Sky News Arabia’ সহ অন্যান্য সংবাদ মাধ্যমের ১৮ মার্চ,২০৫, তারিখে করা পোস্টের ভিডিওতে সিরিয়ার দামেস্কের উপকণ্ঠের দৌমা শহরে একটি জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণ দেখাচ্ছে।  

https://www.facebook.com/share/r/1ALZniokgU

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটি পাকিস্তানের সেনা সদর দফতরে বিস্ফোরণ দেখাচ্ছে না। ভিডিওটি সিরিয়ার দামেস্কের উপকণ্ঠের দৌমা শহরে একটি জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণ দৃশ্য প্রদর্শিত হচ্ছে। 

Avatar

Title:সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণের ভিডিওকে পাকিস্তানের সেনা সদর দফতরে বিস্ফোরণের ভিডিও দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *