
হিন্দু-মুসলিম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে অনেক পোস্ট এখন ভাইরাল হচ্ছে। সম্প্রতি একটি ভিডিও আমাদের নজরে এসেছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের ঢাকায় একজন হিন্দু মেয়ে বোরখা না পরায় তার মুখে অ্যাসিড ছোড়া হচ্ছে। ভিডিওতে রিকশায় এক তরুণীকে ব্যাগ দিয়ে নিজের মুখ ঢেকে থাকতে দেখা যাচ্ছে। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে তরুন যুবকদের দল। তাদের মধ্যে দুই তিন জন পানির জন্য আর্তনাদ করছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ঢাকায় প্রকাশ্য দিবালোকে হিন্দু মেয়েদের বোরখা না পড়ে বেরোনোর জন্য মুখে এসিড ছুড়ে মারা হচ্ছে। সংগৃহীত।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ঠিক নয়। ভিডিওর ঘটনায় কোন সাম্প্রদায়িক কোণ নেই। বাংলাদেশের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের ধাওয়াই আহত ছাত্রীর ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিও সম্বলিত বেশ কিছু সংবাদ উপস্থাপন পাওয়া যায়। ঢাকা পোস্টের উপস্থাপন অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারিতে বাংলাদেশের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সচিবালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিল শিক্ষার্থীরা। ছাত্রদের এই সমাবেশকে ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান, সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জও করেছিল। সেই সময় ভিডিওতে দেখতে পাওয়া শিক্ষার্থী আহত হয়েছিল। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের এই উপস্থাপনের ২ মিনিট ৩৮ সেকেন্ডের মুহূর্তে ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট ভিডিওর অংশটুকু দেখতে পাওয়া যাবে।
‘প্রথম আলো’র সংবাদ উপস্থাপন থেকেও একই তথ্য জানা যায়। উপস্থাপনটি দেখুন এখানে।
অন্যান্য বাংলাদেশি সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে বোরখা না পরায় ঢাকার প্রকাশ্য রাস্তায় হিন্দু তরুণীর উপর অ্যাসিড ছোড়ার দাবিটি মিথ্যা। ভিডিওর ঘটনায় কোনো সাম্প্রদায়িক কোণ নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওর ঘটনায় কোন সাম্প্রদায়িক কোণ নেই। বাংলাদেশের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গিয়ে প্রসাসনিক বাহিনী কর্তৃক ব্যবহৃত টিয়ার গ্যাস বা জল কামানে আহত ছাত্রীর ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:ঢাকার রাস্তায় বোরখা না পরায় হিন্দু তরুণীর উপর অ্যাসিড ছোড়া হচ্ছে? জানুন ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False