উত্তরকাশী সুড়ঙ্গ দুর্ঘটনার প্রেক্ষাপটে AI নির্মিত ছবি ভাইরাল 

False Social

১২ নভেম্বর তারিখে ভেঙ্গে পড়েছিল উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোটে নির্মীয়মান সুড়ঙ্গের একাংশ। ফলে, ৪১ জন শ্রমিক আটকে পড়ে সুড়ঙ্গের ভেতরেই যা নিয়ে উৎকণ্ঠা, সহানুভুতি তৈরি হয় মানুষের মনে। তাদের উদ্ধারকার্যের প্রক্রিয়া শুরু হয় জোর কদমে। উদ্ধারকার্যের নাম দেওয়া হয় ‘ অপারেশন জিন্দেগি’। শেষমেষ দীর্ঘ ১৭ দিনের নিরলস প্রয়াসে ২৮ নভেম্বর তারিখে ৪১ জনকেই উদ্ধার করা হয়। বেরিয়ে আসা শ্রমিকদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরাসরি চিনিয়ালিসা’র স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যেখানে তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে হেলমেট পরা কয়েকজন ব্যাক্তি নিজেদের সামনে জাতীয় পতাকা ধরে উদযাপন করার ভঙ্গিতে দাড়িয়ে থাকার একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, সুড়ঙ্গে ফেঁসে থাকা শ্রমিকদের উদ্ধারের পর উদ্ধারকারী দলের আনন্দ উদযাপন করার ছবি। ক্যাপশনে লেখা হয়েছে,” অবশেষে মুক্তি। উত্তর কাশী র সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিকদের উদ্ধারকাজের সঙ্গে যুক্ত NDMA , ONGC , RVNL , SJVNL , NHIDCL , THDCL সহ আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স , উত্তরাখণ্ড রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সর্বাধিক প্রচেষ্টায় ৪১ জন শ্রমিক কেই অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হলো। স্যালুট জানাই তাদের।“   

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। ছবিটি AI নির্মিত।  

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে পর্যবেক্ষণের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে যে, ছবিতে ‘Exclusive Minds’ লেখা যুক্ত একটি ওয়াটারমার্ক রয়েছে। এটিকে সূত্র ধরে ফেসবুক, ইন্সতাগ্রাম, টুইটার সার্চের মাধ্যমে Exclusive Minds নামের একটি প্রোফাইল পেয়ে যায়। এই প্রোফাইলে ভাইরাল এই ছবিটিও পাওয়া যায়। ২৮ নভেম্বর তারিখে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে,” উত্তরকাশী টানেল উদ্ধার সফল।“ সাথে স্পষ্ট জানানো হয়েছে যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে তৈরি করা। 

ইন্সতাগ্রাম পোস্ট আর্কাইভ 

Exclusive Minds-এর টুইটার প্রোফাইল থেকেও এই ছবিটি শেয়ার করা হয়েছিল। এই টুইটার পোস্টের থ্রেডেও স্পষ্ট জানিয়েছেন যে ছবিটি ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে তৈরি করা। টুইট পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 

ফেসবুক পোস্টের ছবিটি উত্তরকাশী সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারের আবহে ভাইরাল হয়ে যাওয়ার পর ‘Exclusive Minds’-এর টুইটার প্রোফাইল থেকে একটি পোস্টার পোস্ট করে আরও স্পষ্ট করে জানানো হয়েছে যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে তৈরি করা। 

AI নির্মিত কন্টেন্ট ডিটেকশন অ্যাপ্লিকেশান ‘হাইভ‘ও নিশ্চিত করেছে যে ছবিটি ১০০% AI নির্মিত এবং ছবিটি ‘মিডজার্নি’ নামক টুল দ্বারা তৈরি করা হয়েছে। 

সুতরাং, প্রমানিত হয় যে ফেসবুক পোস্টের ভাইরাল ছবিটির আসলে অস্তিত্ব নেই, ছবিটি এআই নির্মিত। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে তৈরি করা ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।  

Avatar

Title:উত্তরকাশী সুড়ঙ্গ দুর্ঘটনার প্রেক্ষাপটে AI নির্মিত ছবি ভাইরাল

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *