বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে? জানুন ভাইরাল ছবির সত্যতা 

False International

বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর এখন ভারত সহ বিশ্ব জুড়ে ট্রেন্ডিং-এ। তার পালিয়ে যাওয়ার খবর সামনে আসার পর থেকে  বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গনভবন’-এর দখল করেছে। এমনকি দখল নিয়েছে সংসদ ভবনেও। ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে শেখ হাসিনার পার্টি আওয়ামী লিগ-এর কার্যালয় গুলোতে এবং মারধর করা হচ্ছে আওয়ামী লীগ নেতাদের। এই উত্তপ্ত পরিবেশের মাঝে সংখ্যালঘু সম্পদায় হিন্দুদের উপরও হামলার খবর সামনে এসেছে।  বাংলাদেশের এই পরিবেশের মাঝে সাম্প্রদায়িক রঙে একটি পোস্ট বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে। দাবি করা হচ্ছে যে, ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাইরাল এই ছবিতে একটি বাড়িকে আগুনের কালো ছায়াই ঢেকে থাকতে দেখা যাচ্ছে। 

ক্যাপশনে লেখা হয়েছে,”বাংলাদেশী ক্রিকেটার লিটন কুমার দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে#ছাত্রসমাজ# ইন্ডিপেন্ডেন্ট_বাংলাদেশ 🥲🥲🥲।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার ও আওয়ামী লীগের সংসদ মাশরাফি মোর্তাজার বাড়িতে অগ্নিসংযোগের ছবিকে লিটন দাসের বাড়ি দাবি করে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই ছবির আসল উৎস খুঁজে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ‘ফার্স্টপোস্ট’-এর ৬ আগস্ত,২০২৪। তারিখের প্রতিবেদনে আগুনের ছায়াই মোড়া বাড়িটিকে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাশরাফির মর্তুজার বাড়ি বলে চিহ্নিত করেছে। শিরোনামে লেখা হয়েছে,”বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্তুজার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।“ মাশরাফি ২০২৪ এর সাধারন নির্বাচনে খুলনা বিভাগের নড়াইল-২ আসন থেকে শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 

প্রতিবেদন আর্কাইভ 

বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও আগুনের প্রকোপে পড়া এই বাড়িটিকে মাশরাফি মোর্তাজার বাড়ি বলে সনাক্ত করেছে। দেখুন এখানে, এখানে, এখানে।  

আরও দেখুনঃ 

 লিটন দাসের বাড়িতে অগ্নি সংযোগ ঘটানো হয়েছে বলে এরকম কোন খবর এখনও কোন সংবাদ প্রতিবেদনে প্রকাশিত পাইনি। যা থেকে ধারনা করাই যায় যে, লিটন দাসের বাড়িতে আগুন লাগানোর দাবিটি মিথ্যা। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আওয়ামী লীগের নেতা ও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাশরাফি মোর্তাজার বাড়িতে অগ্নিসংযোগের ছবিকে লিটন দাসের বাড়িতে আগুন লাগার ছবি বলে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে? জানুন ভাইরাল ছবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *