ভারতীয় সেনাবাহিনীর দ্বারা জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়ার পুরানো ভিডিওকে পাহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে শেয়ার 

Missing Context Social

পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় যখন সারা ভারত তথা বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, তখন সামাজিক মাধ্যমে অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিওর ঢল নেমেছে। ইতিমধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীর বাড়ি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। লস্কর জঙ্গি আদিল হুসেন ঠোকরের বাড়ি আইইডি দিয়ে উড়িয়ে দেওয়া হয় এবং আসিফ শেখের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এই প্রেক্ষিতে সামাজিকে মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে যে পহেলগাম হামলাকারীদের বাড়ি ভারতীয় বাহিনী উড়িয়ে দিচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানা পুড়িয়ে ফেলা হচ্ছে…❤️ যে বাড়িতে আফজাল দেখা যাবে, সেটাই ছাই হয়ে যাবে…🔥।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে ভিডিওটি পুরানো এবং সাম্প্রতিক পহেলগাম সন্ত্রাসী হামলার সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, হুবহু সংশ্লিষ্ট ভিডিওটি ‘Asian Mail’ নামক ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ভিডিওটি ২০২১ সালের ১২ মে আপলোড করা হয়েছে। ভিডিওর সাথে দেওয়া তথ্য অনুযায়ী, ভাইলু কোকেরনাগে এনকাউন্টারে যেখানে নিহত হয়েছে ৩ জঙ্গি। ভিডিওতে জঙ্গিদের স্পষ্ট দেখা যাচ্ছে এনকাউন্টার সাইট থেকে পালানোর চেষ্টা করছে।

উপরোক্ত তথ্য মাথায় রেখে ভাইরাল এই ভিডিওকে আরও কয়েকটি সংবাদ উপস্থাপন পেয়ে যায়। ১২ মে ,২০২১, তারিখে আপলোড করা এই উপয়াস্থপনের বিববরন অনুযায়ী, “কোকেরনাগ এনকাউন্টার: জঙ্গিরা নিহত হওয়ার আগে পালানোর জন্য ব্যর্থ চেষ্টা করেছিল।“ 

প্রসঙ্গত, ভেলু (Vailoo) হলো জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম। এটি ব্রেঙ্গি নাল্লার (Brengi Nallah) তীরে অবস্থিত এবং কোকেরনাগের সঙ্গে সংযুক্ত থাকার জন্য পরিচিত যা একটি প্রধান পর্যটন কেন্দ্র। কোকেরনাগ তার স্বচ্ছ পানির ঝরনার জন্য বিখ্যাত, যেটিকে কাশ্মীরের সবচেয়ে বড় ঝরনা হিসেবে ধরা হয়। এছাড়াও, এই এলাকা তার প্রাকৃতিক সৌন্দর্য, পাইন বন, পাহাড় এবং মনোরম পরিবেশের জন্য ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 

দি হিন্দু’, ‘টাইমস অফ ইন্দিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১১ মে, তারিখে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার শেইখপোরা গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন লস্কর-ই-তৈবা (LeT) জঙ্গি নিহত হয়েছেন।​ সন্ধ্যা ৪টার দিকে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শেইখপোরা গ্রামে একটি বাড়ি ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা পাল্টা গুলি চালায়, ফলে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী গুলি বিনিময়ের মধ্যে আটকে পড়া স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য অভিযান সাময়িকভাবে স্থগিত করে। পরে, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার পর অভিযান পুনরায় শুরু হয় এবং তিন জঙ্গি নিহত হয়েছিল। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল হওয়া ভিডিওটি সম্প্রতি ঘটে যাওয়া পহেলগাঁও সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পূর্ণভাবে অসংযুক্ত। 

Avatar

Title:ভারতীয় সেনাবাহিনীর দ্বারা জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়ার পুরানো ভিডিওকে পাহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar  

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *