
সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম ছাত্রীকে গনধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃনমূল ঘনিষ্ঠ ছাত্র নেতা মনোজিত মিশ্রকে একটি পোস্ট সামাজিক মাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে। সংবাদ মাধ্যম টিভি৯ বাংলার বরাতে বর্ষীয়ান সিপিআই(এম) নেতা ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিত মিশ্রের একটি কোলাজ ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মনজিত মিশ্র নাকি সূর্যকান্ত মিশ্রের ভাইপো যেখানে লেখা হয়েছে,”কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র আসলে সূর্যকান্ত মিশ্রর “ভাইপো”!”
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি টিভি৯ বাংলার তরফ থেকে এরকম কোন পোস্ট করা হয়নি।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে টিভি৯ বাংলার ফেসবুক পেজে এই কোলাজ ছবিটি খুজে দেখি। পুঙ্খানুপুঙ্খ ভাবে খোজার পরেও দাবীকৃত সংশ্লিষ্ট কোলাজ ছবিতি খুজে পাওয়া যায়না। তবে, আমরা একটি পোস্ট খুজে পাই যেখানে টিভি৯ বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে এই ছবিটি তাদের দ্বারা প্রকাশ করা হয়নি। খবরতিকে ভুয়ো বলে চিহ্নিত করে লেখা হয়েছে,”এই ভাইরাল ছবির সঙ্গে TV9 বাংলার কোনও সম্পর্ক নেই।“
টিভি৯ বাংলার তরফ থেকে ১ জুলাইয়ের প্রকাশিত একটি প্রতিবেদনের সিরনামে লেখা হয়েছে,”TV9-এর টেমপ্লেট নকল করে ভুয়ো খবর ছড়ানোর অপচেষ্টা, সচেতন থাকুন।“ আরও লেখা হয়েছে-সূর্যকান্ত মিশ্রের সঙ্গে মূল অভিযুক্তের আদৌ কোনও সম্পর্ক আছে কি না, তেমন কোনও তথ্য TV9 বাংলার হাতে নেই। সুতরাং, এইরকম কোনও সংবাদ TV9 বাংলা প্রকাশ করেনি।
মনোজিত মিশ্র বর্ষীয়ান সিপিআই(এম) নেতার ভাইপো কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে, উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্টভাবে বলা যায় যে, দাবিকৃত ফেসবুক পোস্টের কোলাজ ছবিটি টিভি৯ বাংলার তরফ থেকে প্রকাশ করা হয়নি। অর্থাৎ, টিভি৯ বাংলার নামে সম্পাদিত ছবি ফেসবুকে শেয়ার করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় টিভি৯ বাংলার নামে যে ছবি শেয়ার করা হয়েছে যেখানে TMCP নেতা মনোজিত মিশ্রকে সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্রের ভাইপো বলে দাবি করা হয়েছে, সেটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর।

Title:মনোজিত মিশ্রকে সিপিআই(এম) নেতার ভাইপো দাবি করে টিভি৯ বাংলার নামে সম্পাদিত ছবি শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: Altered