বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডলের চুম্বনের ভাইরাল ভিডিওটি এআই দ্বারা তৈরি 

Altered Political

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে এক মঞ্চের উপর এক বয়স্ক ব্যক্তি এক মহিলার গালে ৫০০ টাকার নোট ছুঁইয়ে দিচ্ছেন এবং পরক্ষণেই সেই মহিলাকে চুম্বন করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ওই ব্যক্তি বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল এবং তিনি মঞ্চস্থ সেই মহিলাকে চুম্বন করেছেন।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”সূত্রের খবরঃ নিতিশ কুমারের দলের(JDU)বিহারের গোপালপুরের বিধায়ক নরেন্দ্র কুমার নিরজ নর্তকীর নৃত্য দেখে খুবই খুশি হয়ে উপহার দিচ্ছেন।“

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওর ব্যক্তি বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল ঠিকই কিন্তু মঞ্চে মহিলাকে চুমু খাওয়ার অংশটুকু সম্পাদিত। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওকে ঘিরে অনেক সংবাদ উপস্থাপন, প্রতিবেদন পেয়ে যায়। অমর উজালা’র ১০ জুন,২০২৫ তারিখের প্রতিবেদন অনুযায়ী, ভাগলপুর জেলার নবগছিয়া অবস্থিত গোপাল গৌশালায় এনডিএ-র আয়োজিত হোলি মিলন অনুষ্ঠানে বিধায়ক মণ্ডল মঞ্চে উঠে মহিলা শিল্পীর সঙ্গে জমিয়ে নাচেন এবং তার কোমরে হাত রেখে নৃত্য করেন। শুধু তাই নয়, তিনি মঞ্চে গায়িকাকে ৫০০ টাকার একটি নোট উপহার দেন এবং মজার ছলে সেই নোটটি তার গালে ছুঁইয়ে দিয়েছিলেন। এই অনুস্থানে বিধায়কের নাচের ভিডিও সামাজিক মাধ্যমে বিশাল ভাইরাল হয়েছিল। 

scrnli_j9bq2V8JN8zaEx.png

প্রতিবেদন আর্কাইভ 

এবিপি লাইভ সহ অন্যান্য সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। প্রতিবেদনগুলোর কোথাও মহিলা নৃত্য শিল্পিকে চুম্বন করার কথা জানানো হয়নি। 

scrnli_Dh817910V91Xp4.png

প্রতিবেদন আর্কাইভ 

তারপর, আমরা এই অনুষ্ঠানে জেডিইউ বিধায়কের নাচের ভিডিওসংক্রান্ত সংবাদ উপস্থাপনগুলি খুঁজে বের করি। সেখানেও দেখা যায়, তিনি ভিডিওতে থাকা মহিলাকে ৫০০ টাকার একটি নোট গালে স্পর্শ করিয়ে দেন, এবং নোটটি হাত থেকে ছেড়ে দিলে তা মহিলার মালায় গিয়ে আটকে যায়। পরক্ষণেই বিধায়ক সেখান থেকে সামনের দিকে এগিয়ে যান। 

https://www.facebook.com/reel/28752968367683378

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, বিহারের জেডিইউ বিধায়কের নৃত্য শিল্পীকে চুমু খাওয়ার যে ভিডিওটি সম্পাদিত করে তৈরি করা। 

নিষ্কর্ষঃ  তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল ঠিকই, তবে মঞ্চে মহিলাকে চুমু খাওয়ার দৃশ্যটি সম্পাদিত। আসল ভিডিওতে তিনি কেবল মহিলার গালে ৫০০ টাকার একটি নোট মহিলার গালে ছুঁইয়ে দিয়ে সেখান থেকে সরে গিয়েছিলেন।  

Avatar

Title:বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডলের চুম্বনের ভাইরাল ভিডিওটি এআই দ্বারা তৈরি

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *