
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্পাদিত ছবি শেয়ার করে দাবি করে হচ্ছে, মমতা বলেছেন হিন্দু কিভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব। পোস্টে দেখা যাচ্ছে সংবাদপত্র ‘বর্তমানের’ প্রথমের পেজের রকটি প্রতিবেদনের ছবি রয়েছে যার শিরোনামে লেখা রয়েছে, “৪২টা আসন দিন হিন্দু কিভাবে কাদাতে হয় দেখিয়ে দেবঃ মমতা”।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৯ সালের বর্তমানের একটি প্রতিবেদনকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে বিভিন্ন রকম কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি। ফলাফলে সংবাদপত্র বর্তমানের একটি প্রতিবেদম দেখতে পাই যার সাথে শিরোনামের বেশ রয়েছে। ২০১৯ সালের ২০ এপ্রিল আপলোডঃ করা এই খবরের শিরোনামে লেখা রয়েছে, “৪২টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব: মমতা”। অর্থাৎ আসল প্রতিবেদমের দিল্লীর যায়গায় হিন্দু এবং কাঁপাতে-এর জায়াগায় কাঁদাতে এডিট করে লেখা হয়েছে।

এরপর ফেসবুক কিওয়ার্ড সার্চ করে এই বর্তমানের আসল প্রতিবেদন দেখতে পাই যার শিরোনামে দিল্লী আর কাঁপাতে লেখা রয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০১৯ সালের বর্তমানের একটি প্রতিবেদনকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।