সাপ্তাহিক লকডাউনের তারিখ নিয়ে সাম্প্রদায়িক ইঙ্গিতে ভুয়ো পোস্ট ভাইরাল

False Political

116262371_193108005747273_548305390269491958_o.jpg

সোশ্যাল মিডিয়ায় একটি ভুল তথ্যের পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দুদের উৎসবে বন্ধের ঘোষণা করেছেন কিন্তু ঈদে ছাড় দিয়েছেন। পোস্টটি ৮ ঘণ্টায় ঝড়ের গতিতে ৯০০ শেয়ারের গন্ডি পেরিয়ে গিয়েছে। পোস্টে দেওয়া ছবির ওপরে লেখা আছে, “রাখি পূর্ণিমায় বন্ধ, জন্মাষ্টমীতে বন্ধ, রাম মন্দিরের ভিত্তি স্থাপনে বন্ধ, মনসা পুজোয় বন্ধ, গণেশ চতুর্থীতে বন্ধ অথচ বকরি ঈদে খোলা। এটা কী তোষণ নয়?”

ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবি ভুয়ো এবং ভিত্তিহীন।

download (2).png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাইঃ গুগলে কিওয়ার্ড সার্চ করে অনেকগুলি প্রতিবেদন দেখতে পাই। জানতে পারি মমতা ব্যানার্জি ৩১ অগাস্ট পর্যন্ত সাপ্তাহিক লকডাউনের তালিকা ঘোষণা করেছেন।সংবাদমাধ্যম ‘এইসময়’-এরএকটিপ্রতিবেদন (আর্কাইভ)অনুযায়ী, 

“মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, এ সপ্তাহে বুধবারের পর আবার রবিবার লকডাউন হবে। আগস্ট মাসে প্রতি রবিবার লকডাউন হবে রাজ্যে। তিনি সম্পূর্ণ তারিখ জানিয়ে বলেছেন, ‘আগামী রবিবারের পর ৫ আগস্ট বুধবার আবার সার্বিক লকডাউন হবে। তারপর ৮ ও ৯ আগস্ট পুরোপুরি লকডাউন হবে।’ তবে সোমবার রাখি পূর্ণিমার জন্য লকডাউন করা যাচ্ছে না বলে জানান তিনি। তার পরিবর্তে বুধবার ৫ আগস্ট লকডাউন হবে। রাখি পূর্ণিমার পাশাপাশি বকরি ঈদ ও স্বাধীনতা দিবসকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।“

আগস্ট মাসে লকডাউনের যে তারিখগুলি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেগুলি হল……

  • ২ ও ৫ আগস্ট
  • ৮ ও ৯ আগস্ট
  • ১৬ ও ১৭ আগস্ট
  • ২২ ও ২৩ আগস্ট
  • ২৯ ও ৩০ আগস্ট

ওইদিনই তালিকা সংশোধন করেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির ফেসবুকে পেজে সাংবাদিক সম্মেলনের এই ঘোষণার ভিডিও আমরা খুঁজে পাই। তিনি জানান নতুন লকডাউনের তারিখগুলি হল ২, ৫, ৮, ৯ ১৬, ১৭, ২৩, ২৪ ও ৩১ অগস্ট। 

ফেসবুক

ওইদিন রাতেই এই তালিকা ফের সংশোধন করা হয়। স্বরাষ্ট্র দফতর থেকে টুইট করে জানানো হয়, রাজ্যে বিভিন্ন সম্প্রদায় থেকে অনুরোধের ভিত্তিতে আগামী ২ এবং ৯ অগস্টের পূর্বনির্ধারিত লকডাউনের সিদ্ধান্ত রদ করা হয়েছে। অর্থাৎ ওই দু’দিন রাজ্যে লকডাউন কার্যকর করা হবে না। উল্লেখ্য ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবস।

download (3).png
টুইটারআর্কাইভ

অর্থাৎ, যোগ-বিয়োগ ও সংশোধন করে সরকারি ভাবে লকডাউন চলবে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ অগস্ট। 

অন্যদিকে, ক্যালেন্ডার অনুযায়ী পোস্টে উল্লেখ করা পশ্চিমবঙ্গে পালিত উৎসবগুলির দিনগুলি হল, রাখি পূর্ণিমায়- ৩ অগস্ট, জন্মাষ্টমী- ১১ অগস্ট, মনসা পুজো- ১৭ অগস্ট, গণেশ চতুর্থী – ২২ অগস্ট, ঈদ – ৩১ জুলাই। রাম মন্দিরের ভিত্তি স্থাপন কোনও পরব নয় এবং এটা পশ্চিমবঙ্গে পালিত হবে না তাই সেটাকে ধরতে পারিনা। অর্থাৎ, ৩১ জুলাই, ৩, ১১, ১৭ ও ২২ অগস্ট। এর মধ্যে শুধুমাত্র মনসা পুজোর দিন লকডাউন থাকবে। 

ফলাফলঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে ওপরের দাবিটি ভুল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন রাখি পূর্ণিমা ও জন্মাষ্টমীতে লকডাউন থাকবে না। শুধুমাত্র মনসা পুজোর দিন লকডাউন থাকবে। 

Avatar

Title:সাপ্তাহিক লকডাউনের তারিখ নিয়ে সাম্প্রদায়িক ইঙ্গিতে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *