সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো যেমন নির্দিষ্ট মতাদর্শের প্রচারের বা রাজনৈতিক দলগুলোর প্রচারতন্ত্রের মুখ্য হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইহাই ভুয়ো খবর ছড়ানোর প্রধান জায়গা হয়ে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনকে ঘিরে একাধারে যেমন চলছে নির্বাচনী প্রচার। অপরধারে তার সাথে টেক্কা দিয়েই চলছে ভুয়ো দাবি সহ ছবি, ভিডিওর বন্যা। জাতীয় নির্বাচনের আবহে গৃহমন্ত্রী অমিত শাহের একটি ভিডিও বেশ শেয়ার করা হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে, অমিত শাহ বলেছেন ক্ষমতায় আসলে বিজেপি SC, ST, OBC সংরক্ষণ শেষ করে দিবেন। ১৭ সেকেন্ডের এই ফেসবুক পোস্টে অমিত শাহের মুখে তা শোনাও যাচ্ছে।

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ভিডিওটি পুরনো ও সম্পাদিত। তিনি আসলে তেলেঙ্গানা রাজ্যে মুসলিম সংরক্ষন বাতিল করে তা SC, ST, OBC-দের দেওয়ার কথা বলেছিলেন।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণের মাধ্যমে দেখতে পাই ভিডিওটিতে ‘ভি৬’ নামের ওয়াটারমার্ক রয়েছে। পরে জানতে পারি, ইহা একটি তেলেগুভাষী সংবাদমাধ্যম। এটিকে সূত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে অমিত শাহের ভাষণকে ঘিরে সংবাদ উপস্থাপন পেয়ে যায় যা ২০২৩ সালের ২৩ এপ্রিল তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ মুসলিম সংরক্ষণ নিয়ে মন্তব্য করেছেন।“ তার এই ভাষণে তিনি তেলেঙ্গানায় মুসলমান সংরক্ষণকে অসাংবিধানিক বলছেন। তিনি জনতার সামনে প্রতিশ্রুতি নিচ্ছেন যে, রাজ্যে যদি বিজেপির সরকার গঠিত হয় হয় তাহলে তারা অসাংবিধানিক মুসলিম সংরক্ষণের অবসান ঘটিয়ে তা SC, ST, OBC-দের দিবেন। ২:৩৮ মিনিটের পর থেকে অমিত শাহের মন্তব্যটি শোনা যাবে।

উল্লেখ্য, তেলাঙ্গানা রাজ্যে মুসলিম সমাজে সামাজিক-শিক্ষাগত অনগ্রসরতার কথা মাথায় রেখে রাজ্য সরকার ৪ শতাংশ মুসলিম সংরক্ষন দিয়ে থাকে। ২০১৭ সালের এপ্রিলে তেলেঙ্গানা বিধানসভা মুসলমানদের জন্য সংরক্ষণ ৪ শতাংশ থেকে ১২ শতাংশে এবং তফসিলি উপজাতিদের (ST) জন্য ৬ শতাংশ থেকে ১০ শতাংশে বাড়ানোর জন্য একটি বিল পাস করেছিল। এরপর বিলটি সম্মতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। যাইহোক কেন্দ্র তার সম্মতি দিতে অস্বীকার করে এই বলে যে এটি ধর্ম ভিত্তিক সংরক্ষণের অনুমতি দিতে পারে না।

অমিত শাহের এই জনসভাটি সংগঠিত হয়েছিল ২০২৩ সালের ২৩ এপ্রিলে তেলেঙ্গানার চেভেল্লায়। ১৪৫৮ মিনিটের পর থেকে তার ভাষণের অংশটুকু শুনুন।

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিওর ও আসল ভিডিওর তুলামূলক ফ্রেমটি দেখুনঃ

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভিডিওটি সম্প্রতির নয় এবং চলমান লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি সম্পাদিত। আসলে তিনি তেলেঙ্গানা রাজ্যে মুসলিম সংরক্ষণের অবসান ঘটিয়ে তা SC, ST, OBC-দের দিবেন বলেছিলেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে যে SC, ST, OBC-দের সংরক্ষনের অবসান ঘটানো নিয়ে অমিত শাহের মন্তব্যের ভিডিওটি সম্পাদিত। তিনি আসলে তেলেঙ্গানা রাজ্যে মুসলিম সংরক্ষণের অবসান ঘটিয়ে তা SC, ST, OBC-দের দেওয়ার কথা বলছিলেন।

Avatar

Title:না, অমিত শাহ SC, ST, OBC সংরক্ষণের অবসান ঘটানোর কথা বলেননি

Fact Check By: Nasim Akhtar

Result: Altered