
করোনা নেগেটিভ হলেন অমিতাভ বচ্চন, এমনটাই দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল পোস্ট। এই দাবি করে বিভিন্ন রকম মনগড়া পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বড় সংবাদমাধ্যম থেকে ছোটো নিউজ পোর্টাল, সবাই এই খবরটি প্রকাশ করেছে। সংবামাধ্যম ছাড়া নেটিজেনরাও এই পোস্টটি শেয়ার করেন। এরকমই একটি পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,
“করোনামুক্ত হলেন অমিতাভ বচ্চন নিউজ ডেস্ক :; বৃহস্পতিবার দুপুরে মুম্বাই এর নানাবতি হাসপাতাল জানিয়ে দিল এই কথা। দিন দুয়েকের মধ্যে অমিতাভকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। সুস্থ হয়ে উঠেছেন অভিষেক বচ্চনও। তাঁকেও বাবার সঙ্গেই হাসপাতাল থেকে ছাড়া হবে। অমিতাভ এর বাংলো জলসা থেকেও সুখবর এসেছে। পুত্রবধূ ঐশ্বরিয়া এবং তাঁর কন্যা আরাধ্যও করোনা মুক্ত হচ্ছেন। গতকাল রিপোর্ট নেগেটিভ আসার পর অমিতাভ প্রথম টুইট করে অনুরাগীদের কৃতজ্ঞতা জানান।“
ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবিটি ভুয়ো এবং বিভ্রান্তিকর।
তথ্য যাচাইঃ গুগলে কিওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই ইংরেজি থেকে বাংলা, সব সংবাদমাধ্যমই এই খবরটি প্রকাশ করেছিল। আমরা আরও দেখতে পাই যাই, পরে ওই একই সংবাদমাধ্যমগুলি আবার খবর প্রকাশ করে জানায় যে অমিতাভ বচ্চনের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসেনি। এই সময়ের একটি প্রতিবেদন (আর্কাইভ) অনুযায়ী, “কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে অমিতাভ বচ্চনের। শিগগিরই অমিতাভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়। তবে এই খবর ভুল, দায়িত্বজ্ঞানহীন ও ভুয়ো বলে জানিয়েছেন বিগ বি। তিনি ট্যুইটে লিখেছেন, এই খবর ভুল, দায়িত্বজ্ঞানহীন, ভুয়ো ও মিথ্যে।“
প্রতিবেদনে উল্লেখ করা অমিতাভ বচ্চনের টুইটটি আমরা খুঁজে পাই। ‘টাইমস নাও’ নামে একটি ইংরেজি সংবাদমাধ্যমের একটি ভিডিও শেয়ার করে তিনি বলে, “এই খবর ভুল, দায়িত্বজ্ঞানহীন, ভুয়ো ও মিথ্যে।“ ওই ভিডিওতে দাবি করা হচ্ছিল করোনামুক্ত হয়েছেন বিগ বি। সেই দাবিকে তিনি নিজে প্রত্যাখ্যান করেন দেন।
ফলাফলঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। অমিতাভ বচ্চনের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসেনি। এই দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি নিজে টুইট করে জানিয়েছেন যে তিনি করোনামুক্ত হননি।