ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন সিং 

Misleading Political

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতীয় সংসদীয় নির্বাচন প্রক্রিয়া। ৫৪৩ জন সংসদ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে মত সাত দফায় যার ফলাফল প্রকাশ পাবে ৪ মে তারিখে। নিজেদের জয়, সাংসদে বেশি সংখ্যায় প্রতিনিধির উপস্থিতির জন্য রাজনৈতিক দলগুলো নিজদের গুটি বিছানো শুরু করে দিয়েছে। একের পর এক চলছে কেন্দ্রগুলোতে প্রার্থী তালিকার ঘোষণা। ১০ মার্চ তারিখে ব্রিগেড থেকে বাংলার ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন টিএমসি সুপ্রিমো মমতা ব্যানার্জি। টিএমসির এই তালিকায় অর্জুন সিং-এর নাম ছিল না যার জেরে অর্জুন সিং টিএমসি দল ত্যাগ করে ১৫ মার্চ তারিখে বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিতে যোগদান করার পর তিনি যে বিজেপির টিকিট পাবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল অনেকের মাঝে এবং তাই ভেবে সোশ্যাল মিডিয়াই অর্জুন সিংকে কটাক্ষ করে পোস্ট করতেও ছাড়েনি। একটি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে,”ব্যারাকপুরের টিকিট না পেয়ে মন খারাপ অর্জুন সিং।“ আসলেই কি ব্যারাকপুরের টিকিট পাননি অর্জুন সিং ? আসুন জেনে নি ভাইরাল দাবির সত্যতা। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভাইরাল দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। টিএমসি থেকে টিকিট পাইনি ঠিকই কিন্তু বিজেপি থেকে তাকে ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ব্যারাকপুর থেকে অর্জুন সিং টিকিট পেয়েছে কি না তা জানতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই জানতে পারি বিজেপির তরফ থেকে তাকে সেই কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। ২ মার্চ তারিখে বিজেপি পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এবং সেই সময় অর্জুন সিং টিএমসিতেই ছিল। স্বাভাবিকভাবেই, বিজেপির প্রকাশিত এই তালিকাতে অর্জুন সিং নাম ছিল না। পরবর্তীতে অর্থাৎ ২৪ মার্চ তারিখে বিজেপির প্রকাশিত পঞ্চম তালিকায় পশ্চিমবঙ্গের ১৯জন প্রার্থীর নাম ঘোষণা করে যেখানে রয়েছে ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং, রয়েছে দিলীপ ঘোষের নাম এবং তমলুক কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

১০ মার্চ তারিখে টিএমসির তরফ থেকে টিকিট না দেওয়াই মন খারাপ হয়েছিল অর্জুন সিং এর এবং সেই সময় তিনি সংবাদমাধ্যমে সামনে এসে দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন পোস্টের ভিডিওটি সেই সময়ের অর্থাৎ ১১ মার্চ তারিখের। 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং টিকিট না পাওয়ার দাবিটি বিভ্রান্তিকর। অর্জুন সিং বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন।   

নিষ্কর্ষঃ ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফেসবুক পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। 

Avatar

Title:ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন সিং

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *