
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গানের মাধ্যমে তৃনমূল কংগ্রেসকে ভোট দিতে বারণ করছেন বাবুল সুপ্রিয়। পোস্টের ভিডিওতে বাবুল সুপ্রিয় গানের মাধ্যমে তৃনমূল কংগ্রেসকে কটাক্ষ করছেন। তার গানের বক্তব্য হল, “এই তৃনমূল আর নয়।” ভিডিওর ওপর লেখা রয়েছে, “আসন্ন ১২ই এপ্রিল বালিগঞ্জ উপনির্বাচনে তৃনমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় নিজেই গান গেয়ে জানালেন তৃনমূলকে ভোট দেবেন না।”
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয় নিজেই বলছে …।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটপ্রচারের সময় বাবুলের তৃণমূল বিরোধী গানকে সম্প্রতির ঘটনা দাবিতে পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, বাবুল সুপ্রিয় একজন বিখ্যাত গায়ক এবং রাজনৈতিক নেতা। তিনি তার রাজনৈতিক যাত্রা শুরু করেন ভারতীয় জনতা পার্টির সাথে। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে আসানসোল লোকসভা থেকে বিজেপি পার্টির প্রার্থী হয়ে সংসদ হন। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেন।
১২ এপ্রিল তারিখে আসানসোল ও বালিগঞ্জে বিধানসভায় সংসদীয় উপনির্বাচন হবে এবং ১৬ এপ্রিল তারিখে এই ভোটের ফলাফল প্রকাশ পাবে। এই সংসদীয় উপনির্বাচনে আসানসোল বিধানসভা থেকে তৃনমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে শত্রুঘ্ন সিনহা ও বালিগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী মনোনীত হয়েছে বাবুল সুপ্রিয়।
তথ্য যাচাই
তথ্য থেকে ধারনা হয় বাবুল সুপ্রিয় নিজের দল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট প্রচার করবেন না। এখান থেকে ধারনা আসে হয় ভিডিওটি সম্পাদিত না হয় পুরনো।
এই ভিডিওর আসল রহস্য খুঁজতে আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে খুব সহজেই এই ভিডিওর আসল উৎস খুঁজে পাই। সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলা ইউটিউব চ্যানেলে এই ভিডিও কেন্দ্রিক উপস্থাপনটি ২০১৯ সালের ১৯ মার্চ তারিখে আপলোড করা হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ লোকসভা ভোটে বিজেপির প্রচার করার উদ্দেশ্যে এই গান গেয়েছিল বাবুল সুপ্রিয়। এই গানকে ঘিরে বাবুল সুপ্রিয়কে আইয়নি ব্যবস্থার সম্মুখীন হতে হয়েছিল তাকে।
সংবাদমাধ্যম ‘নিউজ টুডে কলকাতা’র ইউটিউব চ্যানেলেও এই ভিডিও কেন্দ্রিক প্রতিবেদন খুঁজে পাই। নীচে দেওয়া হলঃ
এখান থেকে স্পষ্ট হয়ে যায়, বাবুল সুপ্রিয়র গাওয়া ভাইরাল এই ভিডিওটি সম্প্রতির নয়। বিজেপিতে থাকাকালীন ২০১৯ লোকসভা ভোটের সময় বিজেপির প্রচার করার সময় তৃনমূলকে কটাক্ষ করে তিনি এই গানটি গেয়েছিলেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০১৯ লোকসভা বিজেপির ভোটপ্রচারের সময় তৃনমূল কংগ্রেসকে কটাক্ষ করে গাওয়া পুরনো গানকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

Title:বাবুলের পুরনো তৃণমূল বিরোধী গানকে উপনির্বাচনের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult:Partly False