করোনা মোকাবিলার জন্য রাষ্ট্রসংঘের শান্তি পুরস্কার পেল বাংলার সরকার, ভুয়ো পোস্ট ভাইরাল

Coronavirus False International

করোনা মোকাবিলায় রাজ্যের কাজের ভূয়সী প্রশংসা রাষ্ট্রসংঘের, আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাচ্ছেন মমতা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করে একটি ভুয়ো পোস্ট খুব ভাইরাল হচ্ছে। রাষ্ট্রসংঘ এবং মমতাকে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে একই দাবি করে বিভিন্ন রকম ছবি, খবর এবং ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে। একজন ইউজার একটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতার ছবি শেয়ার করে তার ওপরে লিখেছেন, “করোনা মোকাবিলায় অসাধারন ভূমিকার জন্য রাষ্ট্রসংঘের শান্তি পুরস্কার পেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার”।  

ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবি ভুয়ো। 

download (2).png
ফেসবুক আর্কাইভ 
download (3).png

তথ্য যাচাই

গুগলে কিওয়ার্ড সার্চ করে জানতে পারি ‘তৃণমূল কংগ্রেসের’ অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই আন্তর্জাতিক পুরষ্কারের মর্মে পাঠানো চিঠি শেয়ার করা হয়েছে। তৃণমূলের টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখতে পাই এই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা আর্কাইভে এই টুইটটি খুঁজে পাই। ১৯ অগস্টে পোস্ট করা এই টুইটে লেখা রয়েছে,
করোনা ভাইরাস মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা ব্যানার্জির দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক সংস্থা। বিখ্যাত ইউএনডব্লুপিএ (UNWPA) ডাঃ নির্মল মাজিকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন। 

এই টুইটের সঙ্গে ‘উইনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন’-এর তরফে পাঠানো চিঠিও শেয়ার করা হয়েছে। 

download (4).png

আর্কাইভ

ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী ডাঃ নির্মল মার্জিকে পাঠানো ওই চিঠিতে লেখা হয়েছে, “আমাদের প্রতিনিধি মারফৎ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আপনার বিষয়ে জানতে পেরেছি। করোনা পরিস্থিতিতে আপনাদের মানবদরদী মুখ্যমন্ত্রীর দারুণ কৃতিত্বের বিষয়েও জেনেছি। মানবজাতি আপনাদের নিরাপদ হাতে রয়েছে। কৃতজ্ঞতা এবং প্রশংসার প্রতীক হিসেবে আপনাদের একটি শংসাপত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত।” 

FB_IMG_1598009900455.jpg

গুগলে কিওয়ার্ড সার্চ করে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গিয়ে জানতে পারি, এটি জাপানে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। অ্যাবাউট আস (আর্কাইভ) সেক্সন থেকে জানা যায়, মানবাধিকার, দারিদ্রতা দূর করা, শিক্ষা এবং সাস্থ্যক্ষেত্রে এই সংস্থাটি কাজ করে। সশস্ত্র সংঘাত, অপরাধ, পতিতাবৃত্তি, দুর্নীতি, অপরাধ এবং বিভিন্ন ক্ষতিগ্রস্থ দেশগুলির কোটি কোটি শিশুদের সহায়তা করে এই সংস্থা। 

রাষ্ট্রসংঘের (Uited Nations) সাথে এই সংস্থার যোগের কোনও কথাই উল্লেখ করা নেই এই ওয়েবসাইটে। এই সংস্থার সাথে রাষ্ট্রসংঘের নাম এবং লোগোর মিল থাকলেও দুটি একেবারেই ভিন্ন সংস্থা। 

download (5).png

ফ্যাক্ট ক্রিসেন্ডো ‘ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন’ নামে এই সংস্থার সাথে যোগাযোগ করে। তাদের এই চিঠির বিষয়ে জিজ্ঞাসা করায় তাদের তরফে জানানো হয়,
“করোনা যোদ্ধা হিসেবে কাজ করার জন্য ডাঃ নির্মল মাজিকে আমাদের তরফে এই সম্মান জানানো হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবি ভুল। করোনা মোকাবিলায় রাষ্ট্রসংঘের শান্তি পুরস্কার পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। ‘ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন’ নামে জাপানের এক সংস্থার তরফে করোনা যোদ্ধা হিসেবে কাজ করার জন্য ডাঃ নির্মল মাজিকে সম্মান জানানো হয়েছে। এবং এই সংস্থার সাথে রাষ্ট্রসংঘের কোনও সম্পর্ক নেই। 

Avatar

Title:করোনা মোকাবিলার জন্য রাষ্ট্রসংঘের শান্তি পুরস্কার পেল বাংলার সরকার, ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *