
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, সেবকের ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজে গাড়ি বিস্ফোরণ হল। পোস্টে একটি ২৬ সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি ব্রিজের ওপর একটি ব্রিজের দিয়ে একটি গাড়ি এগিয়ে যাচ্ছে এবং মাঝপথে গাড়িতে বিস্ফোরণ ঘটে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, সেবকের করোনেশন ব্রিজে হঠাৎ বিস্ফোরণ, বিস্তারিত জানা যায়নি..।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুল এবং বিভ্রান্তিকর। সেবকের করোনেশন ব্রিজে ওয়েব সিরিজ শ্যুটিং-এর দৃশ্যকে আসল বিস্ফোরণ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে শুরু করি। ফলাফলে সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’র ওয়েবসাইটে এই বিষয়ক একটি প্রতিবেদন দেখতে পাই যার শিরোনামে লেখা রয়েছে, Blast: ঐতিহ্যবাহী করোনেশন সেতুর উপর গাড়ি বিস্ফোরণের শ্যুটিং! প্রশাসনের অনুমতি ছিল কি। এই প্রতিবেদন অনুযায়ী, ২৪ মার্চ হঠাৎই সেবকের ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজের ওপর একটি গাড়ি বিস্ফোরণ ঘটে। শিলিগুড়ি এবং ডুয়ার্স সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই ব্রিটিশ আমলে নির্মিত এই করোনেশন সেতু। জানা যায় সেখানে বিনোদ মেহরার ছেলে রোহন মেহরার ‘কালার’ নামে একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন একটি গাড়ি বিস্ফোরণ করা হয়েছিল। প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল শ্যুটিংয়ের জন্য কিন্তু অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়াই প্রশাসনের চোখের আড়ালে শ্যুটিং চালায় ওয়েব সিরিজের পরিচালকরা।

এই ঘটনা নিয়ে আরও স্পষ্ট তথ্য পেতে আমরা কালিম্পং জেলার পুলিশ সুপার (এসপি) অপরাজিতা রায়ের সাথে যোগাযোগ করি। তিনি ফ্যাক্ট ক্রিসেন্ডোকে জানান, “করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনাটি আসল নয়। এটি একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন বিস্ফোরণের দৃশ্য। আমাদের অনুমতি ছাড়াই শ্যুটিং করা হয়েছিল। ঘটনা সামনে আসার পর একটি মামলা দায়ের করা হয়েছে যার তদন্ত এখনও চলছে। আপাতত এই মর্মে একজনকে গ্রেফতার করা হয়েছে।”
সংবাদমাধ্যম ‘এবিপি আনন্দ’-এর একটি উপস্থাপনা থেকে জানতে পারি, দার্জিলিং জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরও একটি ঘটনা জানিয়ে স্পষ্ট করেছেন এটি শ্যুটিং চলাকালীন একটি বিস্ফোরণের দৃশ্য।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। সেবকের করোনেশন ব্রিজে ওয়েব সিরিজ শ্যুটিং-এর দৃশ্যকে আসল বিস্ফোরণ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল।

Title:করোনেশন ব্রিজঃ গাড়ি বিস্ফোরণ শ্যুটিংয়ের দৃশ্যকে আসল বিস্ফোরণ দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার
Fact Check By: Rahul AResult: Partly False