
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, স্কুলের পাঠ্য বইয়ের ওপর কর ধার্য করল কেন্দ্রীয় সরকার। পোস্টে একটি গ্রাফিক্স জাতীয় ছবি রয়েছে যার ওপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং তার সাথে লেখা রয়েছে, “স্কুলের পাঠ্যত বইতে ট্যাক্স বসিয়ে বিশ্বের প্রথম দেশ হিসাবে নজির গড়লো ভারত! অশিক্ষিত হতে হবে, তবেই না ভক্ত হবে! দেষকে ভক্ত বানানোর প্রচেষ্টায় মোদিজির আরেকতা মাস্টারস্ট্রোক।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। স্কুলের পাঠ্য বইয়ের ওপর কোনও করা চাপানো হয়নি।


তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা কিওয়ার্ড সার্চ করে জানার চেষ্টা করি বইয়ের ওপর কোনও কর চাপানো হয়েছে কিনা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দফতর সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম (সিবিআইটিসি)-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন বস্তুর ওপর ধার্য করা কর তালিকা খুঁজে বের করি। দেখা যায়, মুদ্রিত বই, পত্রিকা বা শিশুদের আকার বই কোনও কিছুতেই কর ধার্য করা হয় না।

এরপর কিওয়ার্ড সার্চ করে বেশ কিছু প্রতিবেদন খুঁজে পাই যেখানে বলা হয় বইয়ের ওপর কোনও কর ধার্য করা হয়নি। আরও দেখতে পাই সরকারি সংস্থা ‘প্রেস ইনফরমেশিন ব্যুরো (পিআইবি)-এর ‘PIB Fact Check’ টুইটারে হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দাবিকে ভুল প্রমাণ করে। স্পষ্ট করা হয় স্কুলের পাঠ্য বইয়ের ওপর কোনরকম কর নেওয়া হয় না।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। স্কুলের পাঠ্য বইয়ের ওপর কোনও করা চাপানো হয়নি।

Title:না, স্কুলের পাঠ্য বইয়ের ওপর কর ধার্য করেনি কেন্দ্রীয় সরকার
Fact Check By: Rahul AResult: False