নালার জল দিয়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা 

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে নালার জল দিয়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে। ২ মিনিট ১ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে শামা বিরিয়ানি নামের এক দোকানে ঢুকে দোকানের কর্মচারীদের অকথ্য ভাষায় গালাগালি দিতে শোনা যাচ্ছে এবং বিরিয়ানি তৈরিতে নোংরা জল ব্যাবহার করা হচ্ছে তার প্রমানস্বরূপ দোকানের বিভিন্ন অংশগুলো  ভিডিওতে দেখানো হচ্ছে।  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণের মাধ্যমে এবং তার নামের সূত্র ধরে গুগল সার্চের মাধ্যমে জানতে পারি এই দোকানটি একটি ধাবা যা হরিয়ানার কালকা পিঞ্জোর হাইওয়ের পাশে অবস্থিত। ভাইরাল এই ভিডিওর ব্যাপারে বিস্তারিত জানতে আমরা শামা বিরিয়ানির দোকানের মালিক সাদ্দাম আলির সাথে যোগাযোগ করি। তিনি আমাদের বলেন,” ভিডিওতে দেখানো ঘটনাটি ১৪ আগস্টের। নর্দমার পানি দিয়ে বিরিয়ানি বানানোর মতো কিছু নেই। আসলে ধাবার সামনে প্রতিদিনই ড্রেনের পানি জমে থাকে। আজমি, যে আমাদের ধাবায় কাজ করে সে প্রতিদিন এই জল বের করে কিন্তু সেদিন পৌরসভার ট্রাক না আসায় আমাদের লোকজন সকাল-সন্ধ্যা পানি বের করে রাস্তায় ফেলে দেয়। রাস্তায় পানি ঢেলে এবং পানি থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় ভিডিওতে দেখা লোকজন প্রতিবাদ জানায়। তিনি আমাদের আরও জানায় যে তারা নর্দমার পানি দিয়ে রান্না করে না।“ 

এর পরে ধাবা মালিক সাদাম আলির এই বক্তব্য নিশ্চিত করতে আমরা পিঞ্জোর থানার স্টেশন ইনচার্জ করমবীর সিংয়ের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের জানিয়েছেন যে “এই ভিডিওটি নিয়ে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। ড্রেনের পানি দিয়ে বিরিয়ানি বানানোর মতো কোনো ঘটনা ঘটেনি। শামা ধাবা ড্রেন থেকে নোংরা পানি রাস্তায় ঢালছিল, এতে আশপাশের লোকজনের আপত্তি ছিল। এ কারণে তারা ধাবার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন।“ 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর।

Avatar

Title:নালার জল দিয়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Written By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *