সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি তৃনমূলের হয়ে স্বীকার করছেন “তৃনমূলের গর্জন বিরোধীদের বিসর্জন”। ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি নেতা শুভেন্দু একটি মঞ্চে দাড়িয়ে বলছেন “তৃনমূলের গর্জন বিরোধীদের বিসর্জন”। ভিডিওটি শেয়ার করে বলা হচ্ছে যে শুভেন্দুর মুখ থেকে সঠিক কথা বেরিয়ে গিয়েছে। এই ভিডিওটি শেয়ার করে একজন ইউজার লিখেছেন, “ঠিক কথা মুখ থেকে বেরিয়েছে তৃনমূলের গর্জন বিরোধীদের বিসর্জন”। ভিডিওটির উপরে লেখা রয়েছে, “ যখন পুরোনো স্বভাব মনে পরে যায়।”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি সত্য নয়। শুভেন্দু অধিকারির ভাষণের একটি ভিডিওকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। তিনি তৃনমূলের হয়ে এমন কথা বলেননি।

তথ্য যাচাই:

ভিডিওটি দেখে স্পষ্ট হয়ে যায় যে এটি কোনও নির্বাচনী প্রচার সভার অংশ। এরপর আমরা শুভেন্দু অধিকারির ফেসবুক পেজ এবং বিজেপির বিভিন্ন সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিওটি খুঁজতে শুরু করি। চলতি বছরের ৬ এপ্রিল তারিখে তারকেশ্বরে একটি সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপির আরামবাগ প্রার্থী অরূপ কান্তি দিগার-এর সমর্থনে সভায় বক্তব্য রাখেন। এই সভার ভিডিওটি ৪৩ মিনিট ১৫ সেকেন্ড লম্বা। ভিডিওর ৩৯ মিনিট ২৩ সেকেন্ডে শুভেন্দু বলেন, “একটা মিটিং করেছিল ব্রিগেডে একঝুড়ি লোক নিয়ে র‌্যাম্প-ফ্যাম্প বানিয়ে সব এদিক ওদিক করে। আমার তো একটা বিধানসভায় ওর থেকে বড় লোক হয়। আমি তো প্রমাণ করে দিয়েছি, তাই ওখানে বলেছিল, কী বলেছিল যে “তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন”। আমি বলব আপনারা তার সঙ্গে যা বলার বলবেন…তারকেশ্বরের গর্জন…হরিপালের গর্জন…আরামবাগের গর্জন…পুরশুড়ার গর্জন…খানাকুলের গর্জন…গোঘাটের গর্জন…চন্দ্রকোণার গর্জন…তৃণমূলের বিসর্জন হচ্ছে তো? দেখছেন না কেমন পায়ে কাঁটা ফুটিয়ে দিয়েছি।”

ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায় শুভেন্দু স্বীকারোক্তি দেননি যে “তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন”। তিনি আসলে তৃনমূলের এই স্লোগান নিয়ে বিদ্রূপ করেছেন। তার বক্তব্যের ছোট একটি অংশকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষ:

তথ্য যাচাই করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ভাইরাল দাবিটি সত্য নয়। তৃনমূলের শ্লোগান তোলেননি শুভেন্দু অধিকারি এবং তার বক্তব্যকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হয়েছে। তিনি আসলে তৃনমূলের স্লোগানের বিদ্রূপ করেছিলেন।

Avatar

Title:তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন, বললেন শুভেন্দু? ভাইরাল ভিডিওর সত্যতা জানুন

Fact Check By: Nasim Akhtar

Result: False