
সম্প্রতি সামাজিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, আইপিএস থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। পোস্টে ধোনির ছবিযুক্ত একটি গ্রাফিক্স রয়েছে যার ওপরে লেখা রয়েছে, “হঠাৎই অবসর ঘোষণা ধোনির। আর আইপিএলে দেখা যাবে না তাকে।”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুল এবং বিভ্রান্তিকর। আইপিএল থেকে অবসর ঘোষণা করেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

উল্লেখ্য, টানা ১২ বছর চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্ব করার পর টুর্নামেন্টের ১৫তম সংস্করণে তিনি এই দায়িত্ব ভার থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজাকে সিএসকে-এর নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। ধোনি শুধুমাত্র ইউকেট রক্ষক হিসেবে খেলবেন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এই সম্পর্কিত খবর খোঁজার চেষ্টা করি। বিভিন্ন রকম সার্চের পরও এই বিষয়ক কোনও খবর পাওয়া যায় না। মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে অবসর নিলে সমস্ত সংবাদমাধ্যমগুলি সেটিকে মুখ্য খবর হিসেবে সম্প্রচার করত কিন্তু এমন কোনও কিছুই দেখতে পাওয়া যায় না।
কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই গতকাল, ৩১ মার্চ, আইপিএল ২০২২-এর সপ্তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় কেএল রাহুলের নতুন দল লখনউ সুপার জাইন্টেস। এই ম্যাচে ধোনি ইউকেট রক্ষন হিসেবে হলুদ জার্সির হয়ে প্রতিনিধিত্ব করে। ব্যাট হাতে নেমে ধোনি ৬ বলে ১৬ রান করে। সিএসকে-এর অফিসিয়াল হ্যান্ডেল থেকে শেয়ার করে খেলোয়াড় তালিকায় ধোনির নাম দেখা যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
উপরোক্ত প্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির অবসরের খবরটি ভুয়ো।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। আইপিএল থেকে অবসর ঘোষণা করেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।