না, ইলোন মাস্ক ’রোবট বউ’ তৈরি করছেন না। ভাইরাল ছবিগুলোর AI নির্মিত

False Social

বিশ্বে ধনী ব্যাক্তিদের তালিকার বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ইলোন মাস্ক-এর কয়েকটি ছবি সাম্প্রতিক সময়ে বেশ ভাইরাল হচ্ছে। ছবি গুলো শেয়ার করে দাবি করা হচ্ছে যে খুব শীঘ্রই বাজারে রোবট বউ নিয়ে আসছে মাস্ক। ছবি গুলোতে স্বয়ং ইলোন মাস্ককে রোবটের সাথে আলিঙ্গন, নাচ করতে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “রোবট বউ বানানোর শেষ পর্যায়ে পৌঁছে গেছে ধনকুবের ইলন মাস্ক ও তার কোম্পানি। রোবট ওয়াইফদের সরবরাহ সেপ্টেম্বর মাস থেকে হবে বলে আশা করা যাচ্ছে ।। রোবট স্ত্রী ব্যাটারি চালিত যা মাসিক বৃত্ত অনুযায়ী স্থায়ী হবে। ব্যাটারি শুধুমাত্র তিন দিন চার্জ করতে হবে এবং এক মাস চলবে একজন রোবট স্ত্রীর | রোবট বৌ এর সাথে যৌনতার জন্য একটি পাসওয়ার্ড, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে টেম্পারিং এড়াতে। এটি বিজ্ঞানের অবদান না অভিশাপ ??? 🤔।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভাইরাল ছবি গুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা, বাস্তবে এগুলোর অস্তিত্ব নেই। ইলোন মাস্ক ’রোবট বউ’ নামের কোন রোবট তৈরি করছেন না। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ  

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এবং আমরা দেখতে পাই যে যেখানে মেয়ে রোবটটির অনেকগুলো আঙুল রয়েছে সেখানে কিছু বিকৃতি রয়েছে। 

পোস্টের ছবি গুলো ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে, মেয়ে রোবটের হাতের আঙ্গুলগুলো বিকৃতি অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন রিপোর্ট থেকে জানতে পেরেছি যে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে হাত এবং হাতের আঙ্গুলগুলো নির্মাণ করা তুলনামূলক ভাবে কঠিন। AI এখনও সঠিকভাবে হাত তৈরি করতে পারে না। তবে হ্যাঁ, আপডেটেড ভার্সনগুলোতে এটা অনেকটা সহজ হয়ে উঠছে। এই তথ্যের ভিত্তিতে ধারণা হয় যে, ছবি গুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা হতে পারে। 

ছবির উৎস খুঁজতে ছবিগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, কন্সটাক্সন কোম্পানির সিইও ডেভিড মারভেন-এর টুইটারে ছবি গুলোর উল্লেখ পাওয়া যায়। তিনি জানিয়েছেন, ছবি গুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে তৈরি করা। ছবি গুলোর বাস্তবে অস্তিত্ব নেই। 

তিনি ব্যাঙ্গাত্বক রুপে লিখেছেন- ইলন মাস্ক ভবিষ্যত স্ত্রী ঘোষণা করলেন। তিনি কে ? এটিই প্রথম রোবট যা বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যা মহিলার ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্যগুলির দিয়ে ডিজাইন করা হয়েছে যা তিনি স্বপ্ন দেখেন…যা কোনও সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না কারণ অবশ্যই এমন কোনও সাধারণ মানুষ নেই যার কাছে প্রয়োজনীয় সমস্ত কিছু আছে। 

’ক্যাটনিলা’ চার্জ ছাড়াই সৌর শক্তির সাথে কাজ করে, এটি সংবেদনশীল উপায়ে সজ্জিত যা তাকে দুঃখিত এবং আনন্দিত করে, তার একটি ভারসাম্যপূর্ণ এবং ইন্টারেক্টিভ মানসিকতা রয়েছে …তাই যদি সে কোনও সংকটে থাকে বা সে যে অনুভূতিগুলি অনুভব করছে সেগুলি সে প্রয়োজনে শেয়ার করতে পারে 🙂

https://twitter.com/danielmarven/status/1658463299329982465

ভাইরাল ছবিগুলোর নির্মাতাঃ 

Guerrero art নামের শিল্পী ’মিডজার্নি’ নামের AI টুলের মাধ্যমে ছবিগুলো তৈরি করেছেন। তার ফেসবুক প্রোফাইলইন্সতা প্রোফাইলে অন্যান্য কাল্পনিক ছবিগুলো দেখুন।  

https://www.instagram.com/p/CrzET7VubsK/

https://www.instagram.com/p/CsiCS2NOUkP/

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে ভাইরাল ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা, বাস্তবে এগুলোর অস্তিত্ব নেই। 

ইলোন মাস্ক ’রোবট বউ’ নামের কোন রোবট তৈরি করছেন কি ? 

২০২১ সালে ইলোন মাস্ক জানিয়েছিলেন যে, টেসলা কোম্পানি রোবট তৈরি মানবিক রোবট তৈরি করছে, যা ২০২৩ সাল নাগাদ উতপাদন প্রস্তুত হতে। এই রোবটের নাম দেওয়া হয়েছে- টেসলা বট বা অপ্টিমাস। ১৭ মে তারিখে একটি ভিডিও জারির মাধ্যমে কোম্পানির তরফ থেকে জানিয়েছেন টেসলা বট এখন নিরপেক্ষভাবে চলাফেরা করতে, নীচ থেকে জিনিস পত্র তুলতে সক্ষম। ভিডিওটি দেখুনঃ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভাইরাল ছবি গুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা, বাস্তবে এগুলোর অস্তিত্ব নেই। ইলোন মাস্ক ’রোবট বউ’ নামের কোন রোবট তৈরি করছেন না।

Avatar

Title:না, ইলোন মাস্ক ’রোবট বউ’ তৈরি করছেন না। ভাইরাল ছবিগুলোর AI নির্মিত

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *