টাকা ভর্তি আলমিরার সামনে দাড়িয়ে থাকা মমতা ব্যানার্জির ছবিটি সম্পাদিত

False Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ছবি বেশ ভাইরাল হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে আলমারি ভর্তি টাকা এবং সেই আলমারির প্রতি ঝুঁকে টাকা তোলার / তোলার ভঙ্গিতে দাড়িয়ে  রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ছবির নীচের দিকে লেখা রয়েছে, ’কালীঘাটের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া চিত্র’। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, কালীঘাটের সি সি টিভি ফুটেজ থেকে পাওয়া চিত্র 👇👇 না কেউ কিছু দেখছে না।“ আসলেই কি মুখ্যমন্ত্রী টাকা ভর্তি আলমারির সামনে দাড়িয়ে রয়েছেন ?  আমরা এই প্রতিবেদনে এই ছবির সত্যতা যাচাই করবো। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ভাইরাল ছবিটি সম্পাদিত। টাকা ভর্তি আলমারির সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিটি সম্পাদিত করে জুড়ে দেওয়া হয়েছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ  

ভাইরাল ছবিটি আসল না সম্পাদিত ? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ফলে, মমতা ব্যানার্জির ডান হাতটি খেয়াল করি। স্পষ্ট লক্ষ্যনিয় যে, মাননীয়ার হাতের উপরের দিকেও টাকা দেখা যাচ্ছে এবং তার হাতখানিও যেন বাঁকা হয়ে রয়েছে। এখান থেকে ধারণা হয় যে ছবিটি সম্পাদিত হওয়ার সম্ভাবনাই বেশি। নীচে দেওয়া ছবির আয়তাকার সবুজ অংশটুকু দেখুনঃ  

তাহলে টাকা ভর্তি আলমারির ছবিটি কোথাকার ? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ’দি হিন্দু’-এর ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর তারিখের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পেয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, এক তামিল ব্যবসায়ী একটি ভুয়ো লটারির কোম্পানি চালাতেন এবং টাকা হাওয়ালাম মারফত দুবাইয়ে পাচার করতেন। ছয়টি জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। আলমিরার এই ছবিটি কলকাতার। আলমিরা ২০ কোটি টাকার নোট উদ্ধার করেছিল সিবিডিটি। 

প্রতিবেদন আর্কাইভ 

নীচে ফেসবুক পোস্ট ও প্রতিবেদনের ছবির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, টাকা ভর্তি আলমারির সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিটি সম্পাদিত করে জুড়ে দেওয়া হয়েছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ভাইরাল ছবিটি সম্পাদিত। টাকা ভর্তি আলমারির সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিটি সম্পাদিত করে জুড়ে দেওয়া হয়েছে।

Avatar

Title:টাকা ভর্তি আলমিরার সামনে দাড়িয়ে থাকা মমতা ব্যানার্জির ছবিটি সম্পাদিত

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *