‘Umbreall-Amrela’ বানানের জন্য ভাইরাল উচ্চ মাধ্যমিকের ছাত্রীর আত্মহত্যার খবরটি ভুয়ো

Partly False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, Umbrella শব্দের ভুল বানানের জন্য ভাইরাল ছাত্রী আত্মহত্যা করেছে। পোস্টের তিনটি ছবির একটি কোলাজ রয়েছে যার মধ্যে দুটিতে মাস্ক পরিহিত একজন মেয়েকে দেখা যাচ্ছে এবং একটি একটি স্ট্রেচারে শুয়ে থাকা একোটি মৃতদেহ রয়েছে। পোস্টের ছবির উপরে লেখা রয়েছে, “কি মেয়েটাকে চিনতে পারছেন হ্যাঁ কিছুদিন আগে এই মেয়েটি umbrella স্পেলিং বলতে পারিনি বলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভিডিও ক্রিয়েটার তাকে ট্রল করতে ছাড়িনি আরে দাদা একটাই কথা, একটা মেয়েকে ট্রল করার আগে ভেবে নেবেন সে কোথায় দাঁড়িয়ে নিজেকে ছোট করেছে আপনারা তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট ফলোয়ার বাড়াতে ব্যস্ত একবারও ভেবে দেখেছেন মেয়েটাকে ট্রল করার পরে তার ফ্যামিলির প্রত্যেকটা লোক তাকে কিভাবে কুরে কুরে খেয়েছে তার পরেই সে সুসাইড করতে বাধ্য হল? বোন যেখানে থাকিস ভালো থাকিস তোর বিচার কেউ না করুক ভগবান আছে।” 

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “কাওকে নিয়ে মজা করা এতটাও ঠিক না, যা ফলশ্রুতিতে তার জীবন শেষ করে দেওয়ার দায় এসে পড়ে নীজের উপর ।। **What happened is really bad and I blame everyone for what happened.” 

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। Umbrella শব্দের ভুল বানানের জন্য ভাইরাল ছাত্রীর আত্মহত্যার খবরটি ভুয়ো, তিনি সুস্থ আছেন।  

ফেসবুক পোস্ট আর্কাইভ 

প্রসঙ্গত, গত ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের যারা সফল হতে পারেননি তাদের মধ্যে অনেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল করে বা ধর্নায় বসে। এমনই একটি প্রতিবাদ মিছিলের ভিডিও ভাইরাল হয়। নদীয়ার বিরনগর শিবকালি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরাও ইংরেজি বিষয়ে পাশ করানোর দাবিতে রাস্তায় বসে প্রতিবাদ করে। একজন সাংবাদিক ধর্নায় বসে থাকা ছাত্রীদের মধ্যে একজন ছাত্রীকে ‘Umbrella’ ইংরেজি শব্দের বানান বলতে বললে ওই ছাত্রী ভুল বানান বলেন। তিনি ‘Amrela’ বলেন। এরপর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দাবি করা হচ্ছে এই মেয়েটিই আত্মহত্যা করেছেন। 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ফেসবুকে এবং ইউটিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলাফলে, ‘HPR News Bangla’ নামে একটি ইউটিউবে চ্যানেলে ভাইরাল হওয়া ভিডিওর দীর্ঘ সংস্করণ খুঁজে। HPR News Bangla হল একটি নদীয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যম। এই উপস্থাপনা থেকে জানতে পারি পরীক্ষায় সফল না হওয়ায় নদীয়ার বীরনগর শিবকালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিবাদ শুরু করেছেন। ভিডিওর শুরুতে সাংবাদিক তার নাম বলেন মনোজিত সরকার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর বানান বিভ্রান্তির অংশটুকুই ভাইরাল হয়েছে কিন্তু আসল রিপোর্টটি ১৫ মিনিটের যেখানে শিক্ষার্থীরা তাদের দাবি এবং পরিস্থিতির বিষয়ে বলছেন। 

ফ্যাক্ট ক্রিসেন্ডো HPR News Bangla-এর সাংবাদিক মনোজিত সরকারের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের মেয়েটির নাম বলেন। শিক্ষার্থীর গোপনীয়তা এবং সুরক্ষার বিষয় মাথায় রেখে আমরা তার নাম প্রকাশ করছিনা। মনোজিত আমাদের জানান, “মেয়েটি নদীয়ার বীরনগর শিবকালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ওই ছাত্রীকে আমি চিনি এবং সে আত্মহত্যা করেনি এই বিষয়ে আমি একদম নিশ্চিত।”

ভাইরাল পোস্টের লাশের ছবিটি কার বা কোথাকার? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, সংবাদমাধ্যম কলকাতা নিউজ-এর ইউটিউব চ্যানেলে এই ছবি কেন্দ্রিক একটি ভিডিও খুঁজে পাই। ২০২২ সালের ১৯ জুন তারিখে আপলোড করা এই ভিডিও থেকে জানা যায় ছাত্রী আত্মহত্যার ঘটনাটি আসলে মালদা জেলার। শম্পা হালদার নামের একজন ছাত্রী পরীক্ষার ফল আসফল হওয়ার পর প্রতিবাদ করা সত্ত্বেও কোনও সুরাহা না হওয়ায় আত্মহননের পথ বেছে নেন। শম্পা আর এন রায় বালিকা বিদ্যালয়ের  ছাত্রী ছিলেন। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরিক্ষায় ফেল করার জেরেই আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মৃতার পরিবার। 

https://www.youtube.com/watch?v=ifQxVHvhAIU

তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়ে যায় উচ্চ মাধ্যমিকে সফল না হওয়ায় মালদা জেলাড় আত্মঘাতী ছাত্রীর ছবিকে Umbrella শব্দের ভুল বানানের জন্য ভাইরাল ছাত্রী বলে ভুয়ো দাবি করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। Umbrella শব্দের ভুল বানানের জন্য ভাইরাল ছাত্রীর আত্মহত্যার খবরটি ভুয়ো, তিনি সুস্থ আছেন।

Avatar

Title:‘Umbreall-Amrela’ বানানের জন্য ভাইরাল উচ্চ মাধ্যমিকের ছাত্রীর আত্মহত্যার খবরটি ভুয়ো

Fact Check By: Nasim A 

Result: Partly False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *