অগ্নিপথ প্রকল্পঃ বিহারের লক্ষ্মীসরাই জংশনে ট্রেন জ্বালানোর ভিডিওকে তেলাঙ্গানার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল 

Missing Context Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ট্রেনে আগুন লাগানোর ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভিডিওর ১:০৫ মিনিটে দেখা যাচ্ছে একটি ট্রেনে দাউ দাউ করে আগুন জ্বলছে।  

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে অগ্নিপথ স্কিমের প্রতিবাদে ট্রেনে আগুন। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে অগ্নিপথ স্কিমের প্রতিবাদে ট্রেনে আগুন।” 

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন বিহারের লক্ষ্মীসরাই জংশনে ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ভিডিওকে তেলাঙ্গানার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।  

 ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখ কেন্দ্রীয় সরকার অগ্নিপথ নামে একটি প্রকল্পের চালু করার ঘোষণা করা। এই প্রকল্পের মাধ্যমে ১৭ থেকে ২১ বছর বয়সের যুবকদের ৪ বছরের জন্য সৈন্য হিসেবে নিযুক্ত করা হবে এবং ৪ বছর পর ২৫ শতাংশ অবধি যুবককে স্থায়ী সেনা হিসেবে নিযুক্ত করা হবে। এই প্রকল্প সামনে আসার উত্তরপ্রদেশ, বিহার এবং তেলাঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ শুরু হয়। 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। সংবাদমাধ্যম ‘টাইমস নাও’-এর একটি ভিডিও প্রতিবেদন অনুযায়ী ভাইরাল এই ভিডিওটি বিহারের লক্ষ্মীসরাই স্টেশনের ঘটনা। অগ্নিপথ প্রকল্পের ঘোষণা সামনের আসার পর বিহারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। এই উপস্থাপনের ১:১৫ মিনিটের পরবর্তী অংশে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখতে পাওয়া যাবে। 

নীচে ভাইরাল ভিডিও এবং টাইমস নাও-এর ভিডিওর স্ক্রিনশটের একটি তুলনামূলক ফ্রেম নিচে দেওয়া হল-  

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ANI) ১৭ জুন, ২০২২, তারিখে এই একই ভিডিও তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। টুইটের ক্যাপশনে লেখা হয়, “বিহারে অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করে, বিক্ষোভকারীরা লক্ষ্মীসরাই জংশনে একটি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে।” 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হওয়া যায় ভাইরাল ভিডিওটি তেলাঙ্গার নয়, বিহারের ঘটনা। 

অন্যদিকে, তেলাঙ্গানার সেকেন্দ্রাবাদেও অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রদর্শনরত বিক্ষভকারিদের দ্বারা ট্রেন ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। এমনকি, সেকেন্দ্রাবাদে বিক্ষোভকারীরা তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (TSRTC) বাসও ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গিয়েছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন বিহারের লক্ষ্মীসরাই জংশনে ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ভিডিওকে তেলাঙ্গানার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:অগ্নিপথ প্রকল্পঃ বিহারের লক্ষ্মীসরাই জংশনে ট্রেন জ্বালানোর ভিডিওকে তেলাঙ্গানার ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Nasim A 

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *