কাশ্মীরে দু’বছর পর জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়, ৩২ বছর নয়

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ৩২ বছর পর কাশ্মীরে জন্মাষ্টমীর শোভাযাত্রা রাস্তায় বেরলো। পোস্টে মোট ৯টি ছবি রয়েছে যেখানে একটি শোভাযাত্রার দৃশ্য দেখা যাচ্ছে। ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে একটি গাড়ি যার ওপরে দুজন মেয়ে কৃষ্ণ সেজে দাঁড়িয়ে রয়েছে। খোল, কর্তাল হাতে নৃত্যরত অবস্থায় দেখা যাচ্ছে কয়েকজনকে। সঙ্গে বন্দুক হাতে কয়েকজন সৈন্যও রয়েছে। 

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বিশ্বের সকল হিন্দুদের জন্য গর্ব এবং আজকের দিনের সবচেয়ে সেরা আনন্দঘন মুহূর্ত…!!! উল্লেখ্য, দীর্ঘ ৩২ বছর পর ভারতের কাশ্মীরের হিন্দু পন্ডিতরা হান্দোয়ারা এবং লাল চউক এলাকায় পালন করলেন শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে তারা শোভাযাত্রা এবং র‍্যালীও বের করেছেন। ৯০ এর দশকে হিন্দু পন্ডিতদের হত্যা এবং বিতারিত করার পর থেকে সন্ত্রাস আর জঙ্গি কবলিত কাশ্মীরে এভাবে জন্মাষ্টমী উদযাপন করার কথা কেউ কল্পনাও করতে পারতোনা। অশেষ ধন্যবাদ ভারত তথা বিশ্বের সকল হিন্দুদের নেতৃত্বদানকারী ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিজী কে! তাঁর বলিষ্ঠ ভূমিকায় কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দু পণ্ডিতরা আবার নতুন করে সেখানে মাথা তুলে দাঁড়াচ্ছে এবং নতুন করে বসতি স্থাপনের স্বপ্ন দেখছে! জয় শ্রী কৃষ্ণ………….. ৩১-০৮-২০২১ ইং।”  

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো ও ভিত্তিহীন। কাশ্মীরে দুবছর পর জন্মাষ্টমীর শোভাযাত্রা বেড়িয়েছে, ৩২ বছর নয়। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে সংবাদ মাধ্যম ‘দ্যা টাইমস অফ ইন্ডিয়া’-এর ৩০ অগস্ট’র একটি প্রতিবেদন থেকে জানতে পারি দু’বছর পর কাশ্মীরের শ্রীনগরে জন্মাষ্টমীর মিছিল বের হল। ২০১৯ সালে ধারা ৩৭০ অপসারনের ফলে প্রতিকূল অবস্থা সৃষ্টি হওয়ার কারনে এবং ২০২০ সালে কোভিড-১৯ এর নিষেধাজ্ঞার জন্য উপত্যকায় জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। 

টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন আর্কাইভ 

এরপর পূর্ববর্তী বছরের জন্মাষ্টমী পালনের ছবি বা ভিডিওর সন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে স্টক ইমেজ সংস্থা গেটটি ইমেজ, অ্যালার্মি, রয়টার্স এর ফটো গ্যালারীতে অনেক ছবি দেখতে পাওয়া যায়। 

২০০৪ সালের ৭ সেপ্টেম্বর কাশ্মীরে জন্মাষ্টমী পালনের ছবি গেট্টি ইমেজস-এর ওয়েবসাইটে পাওয়া যায়।

গেটটি ইমেজ আর্কাইভ 

২০১৩ সালে উদযাপিত জন্মাষ্টমী পালনের ছবি- 

গেটটি ইমেজ আর্কাইভ 

২০০৫ সালে উদযাপিত জন্মাষ্টমী পালনের ছবি রয়টার্স এর ফটো গ্যালারিতে পাওয়া যায়। ছবির বর্ণনায় লেখা হয়েছে, “২৬ আগস্ট ২০০৫ তারিখে উদযাপিত শোভাযাত্রায় একটি কাশ্মীরি হিন্দু মেয়ে হিন্দু ভগমান শ্রীকৃষ্ণের পোশাক পরে শ্রীনগরে  জন্মাষ্টমী উপলক্ষে একটি ধর্মীয় মিছিলে অংশ নেয়।”

রইটার্স ইমেজ আর্কাইভ 

২০০৬ সালের উদযাপনের ছবি

২০০৭ সালের জন্মাষ্টমী পালনের ছবি অ্যালার্মি-এর ফটো গ্যালারি তে পাওয়া যায়। ছবির বর্ণনায় লেখা রয়েছে “ভারতীয় কাশ্মীরের গ্রাজধানী শ্রীনগরে, হিন্দু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে ‘জন্মাষ্টমী’ শোভা যাত্রার সময় একজন কাশ্মীরি পণ্ডিত ধর্মীয় গান গাইছেন।” 

অ্যালামি ছবি আর্কাইভ

২০১২ সালে উদযাপনের ছবি 

সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস-এর ২০০৭ সালের এক প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায় ১৯৮৯ সালের পর কাশ্মীরে প্রথমবারের মতো পণ্ডিতদের দ্বারা আয়োজিত জন্মাষ্টমীর মিছিল বিখ্যাত লাল চক দিয়ে গিয়েছিল।

হিন্দুস্তান প্রতিবেদন আর্কাইভ 

সংবাদসংস্থা “গ্রেটার কাশ্মীর” এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের জন্মাষ্টমী পালন সম্পর্কিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। 

২০০৩ সালের পর থেকে ২০০৮, ২০১০, ২০১৪, ২০১৮, ২০১৯, ২০২০ এই ছয় বছর ছাড়া প্রত্যেক বছর জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছিল। 

পোস্ট করা এই ছবিগুলি কোন সময়ের?  

প্রথম ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে হিন্দি সংবাদমাধ্যম ‘স্বদেশ নিউজ’-এর চলতি বছরে ৩০ অগস্ট’র প্রতিবেদনে এর অনুসন্ধান পাই। জানতে পারি হিন্দু ধর্মের ভগবান শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দু’বছর পর কাশ্মীরের রাস্তায় জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। হাব্বা কদল এলাকার গণপতিয়ার মন্দির থেকে শুরু হয়ে বেরবেরশাহের ক্রালখুদ হয়ে ঐতিহাসিক লাল চকে অবধি যায়।

আর্কাইভ প্রতিবেদন 

সংবাদমাধ্যম ‘লোকমত নিউজ’-এর ৩০ অগস্ট তারিখের প্রতিবেদনেও একই বর্ণনা দিয়ে পোস্ট করা ভাইরাল ছবি গুলো দেখতে পাওয়া যায়। 

আর্কাইভ প্রতিবেদন 

কাশ্মীর লাইফ নামে একটি ইউটিউব চ্যানেলে এই শোভাযাত্রার ৬ মিনিটের একটি ভিডিও খুঁজে পাই যেখানে পোস্টে দেওয়া প্রতিটি দৃশ্যই দেখা যায়। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। গত ৩২ বছরে কাশ্মীরে অনেকবার জন্মাষ্টমী উদযাপনের শোভাযাত্রা বেরিয়েছিল।

Avatar

Title:কাশ্মীরে দু’বছর পর জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়, ৩২ বছর নয়

Fact Check By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *