তামিলনাড়ুর চিথিরাই উৎসবের ভিডিওকে পুরীর রথযাত্রা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Missing Context Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সেটিকে পুরীর জগন্নাথ দেবের রথ যাত্রার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি রথ যাত্রা রাস্তা দিয়ে যাচ্ছে এবং এই যাত্রা প্রচুর লোক অংশগ্রহণ করেছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “জগন্নাথদেবের অপুরূপ রথ দর্শন 😍 জয় জগন্নাথ ❤🙏।”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। তামিলনাড়ুর মাদুরাই শহরের চিথিরাই উৎসবের ভিডিওকে পুরীর রথযাত্রা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।  

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে দেখা যায় এই ভিডিওটি ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে। ২০১৮ সালের ২ মে এই ভিডিওটিকে ইউটিউবে শেয়ার করে এটিকে তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরের চিথিরাই উৎসবের ভিডিও বলা হয়েছে।

ভিডিওর ক্যাপশন অনুযায়ী উৎসবের ১১ নং দিনে এই ভিডিওটি নেওয়া হয়েছিল। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “MEENATCHI CHITHIRAI THIRUVIZHA 2018 DAY 11. (THEROTTAM.) MADURAI MANVASAM।”

এই ভিডিও থেকে সূত্র নিয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ২০১৮ সালে আপলোড করা এই একই রকমের আরও বেশ কয়েকটি ভিডিও আমরা খুঁজে পাই। এর মধ্যে এমন একটি ভিডিও খুঁজে পাই যার সাথে ভাইরাল ভিডিও হুবহু মিলে যায়। এই ভিডিওর শীর্ষকে লেখা রয়েছে, Madurai Chithirai Thiruvizha 11th Day Therottam 2018। ভিডিওটি নিচে দেওয়া হল। 

এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিও হুবহু মিলে যায়। নিচে এই দুটি ভিডিওর স্ক্রিনশটের তুলনামূলক ছবি দেওয়া হল। 

এবছরের পুরী রথযাত্রা ১ জুলাই তারিখে অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম দূরদর্শন চ্যানেল থেকে ইউটিউবে এই যাত্রা লাইভ করা হয়। নিচে ভিডিওটি দেওয়া হল। 

এই একই ভিডিও ইংরেজি ভাষাতেও ভাইরাল হয়। ফ্যাক্ট ক্রিসেন্ডো তার সত্যতা যাচাই করে সেটিকে ভুয়ো প্রমাণ করেন। ফ্যাক্ট চেকটি পড়ুন এখানে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। তামিলনাড়ুর মাদুরাই শহরের চিথিরাই উৎসবের ভিডিওকে পুরীর রথযাত্রা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:তামিলনাড়ুর চিথিরাই উৎসবের ভিডিওকে পুরীর রথযাত্রা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *