ছবি শুটিং-এর দৃশ্যকে চিনা আর্মির আত্মসমর্পণ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০০ জন অবৈধ অনুপ্রবেশকারী চিনা সৈন্যকে বন্দী করলো ভারতীয় সেনা। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সৈন্যের ইউনিফর্ম পরিহিত বেশ কয়েকজন লোক দাড়িয়ে রয়েছে। তাদের মধ্যে কয়েকজন চিনা সৈন্যের পোশাক পরে আছেন। চিনের সৈন্যের ড্রেস পরে থাকা দুজনকে ভারতীয় সৈন্য বন্দী অবস্থায় ধরে আছে। ছবির ওপরে লেখা রয়েছে, “অবৈধ ভাবে ভারতে ঢুকতে গিয়ে ইন্ডিয়ান আর্মির হাতে বন্দী হয়ে আত্মসমর্পণ করলো ২০০ চিনের সৈন্য। সেই চিনের সেনাদের ধরে রাখার একটি ছবি টুলে ধরা হল।” পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ #BreakingNews ছবি ঋণ The Great Indian Defence News In Bengali।” 

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। ‘এলএসি (LAC)’ নামক ছবির শুটিংয়ের দৃশ্যকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।    

ফেসবুক পোস্ট আর্কাইভ 

প্রসঙ্গত, গত মাসের ৩০ তারিখ ১০০ জন চীনা সৈন্য ভারতের উত্তারাখন্ডে প্রবেশ করে এবং একটি ব্রিজ নষ্ট করে ফিরে যায়। এই ঘটনার কিছু দিন পরেই অর্থাৎ চলতি মাসের প্রথম দিকে অরুনাচল প্রদেশ ‘এলএসি’ লাইন অতিক্রম করে ভারতে প্রবেশ নিয়ে ভারতীয় সেনা ও চিনা সেনার মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় এক ঘণ্টা ধরে চলে বচসা। উচ্চপদস্থ অফিসারদের কথা বার্তার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়।  

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে চিনা ওয়েবসাইট ‘zhuijv’-এর ২০২০ সালের ২১ ডিসেম্বর তারিখের একটি প্রতিবেদনে এই ছবির অনুসন্ধান পাই। 

‘inf.news’ নামে আরেকটি ওয়েবসাইটের প্রতিবেদনেও এই ছবির সন্ধান পাই। প্রতিবেদন থেকে জানতে পারি ছবিটি ‘গালওয়ান ভ্যালিতে’ চিত্রায়িত একটি চলচিত্রের দৃশ্য। 

inf.news প্রতিবেদন আর্কাইভ 

এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ‘মার্সিয়াল আর্ট লাদাখ’ নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাই। ভিডিওটি ৩ ডিসেম্বর, ২০২০, তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর শীর্ষকে লেখা রয়েছে, “এলএসি সিনেমার শুটিং কার্গিল লাদাখে, ক্যামেরার পেছনের দৃশ্য।“ ভিডিওটির ৫.৪৮ মিনিটে ভাইরাল ছবিটির দৃশ্য দেখতে পাওয়া যায়। 

নীচে ভাইরাল ছবি ও এই ভিডিওর স্ক্রিনশটের তুলনা দেওয়া হল। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ‘এলএসি (LAC)’ নামক ছবির শুটিংয়ের দৃশ্যকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:ছবি শুটিং-এর দৃশ্যকে চিনা আর্মির আত্মসমর্পণ দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *