সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি জ্ঞানবাপী মসজিদের কুয়োতে পাওয়া শিবলিঙ্গের ছবি। পোস্টে দেখা যাচ্ছে একটি ছোট জলাশয়ে একজন লোক হাত ধুচ্ছেন। ছবিটি ওপর থেকে তোলা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ভারতের প্রায় সব বড় মসজিদের অজুখানায় জলের ফোয়ারাআছে। মসজিদের সৌন্দর্যায়নের জন্য এরকম একটি স্থাপনা থাকে।যেটি কোন লিঙ্গ নয়। জ্ঞানবাপী মসজিদে সার্ভে করার পর যে তথ্য পাওয়া গেছে তাতে এটা নাকি শিবলিঙ্গ । কি অবস্থা ভাবা যায়?”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। কলকাতার নাখোদা মসজিদের ওযুখানার ছবিকে জ্ঞানবাপী বিতর্কের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট শেয়ার।

ফেসবুক পোস্টআর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে খুব সহজেই এর অনুসন্ধান পাওয়া যায়। উইকিমিডিয়া-এর এই ওয়েবসাইটে হুবহু এই ছবিটি খুঁজে পাওয়া যায়। এটিকে কলকাতার নাখোদা মসজিদ বলে দাবি করা হয়।

রিভার্স ইমেজ সার্চের অন্য ফলাফলে ‘উইকিওয়ান্ড’ নামে একটি ওয়েবসাইটেও এই ছবিটি দেখতে পাওয়া যায়। সেখানেও এটিকে কলকাতায় অবস্থিত নাখোদা মসজিদের ওযুখানা বলা হয়েছে।

এরপর প্রাসঙ্গিক কিওয়ার্স সার্চ করে গুগলে ম্যাপস নাখোদা মসজিদের অবস্থানে গিয়ে মসজিদের অন্দরমহলের ছবিগুলি যাচাই করি। বেশ কয়েকটি ছবিতে এই ওযুখানা এবং মাঝের ফোয়ারা দেখা যায়। গুগল ম্যাপসে থাকা একটি ছবির মিলগুলি চিহিত্ব করে নিচে একটি তুলনামূলক ছবি দেওয়া হল।

উপরোক্ত তথ্য এবং প্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় কলকাতার নাখোদা মসজিদের ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। কলকাতার নাখোদা মসজিদের ওযুখানার ছবিকে জ্ঞানবাপী বিতর্কের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট শেয়ার।

Avatar

Title:কলকাতার নাখোদা মসজিদের ছবিকে জ্ঞানবাপী বিতর্কের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A

Result: False