হৃদরোগে আক্রান্ত হয়ে গায়ক উদিত নারায়ণের মৃত্যুর খবরটি ভুয়ো
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রখ্যাত গায়ক উদিত নারায়নের একটি ছবি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উদিত নারায়ণ।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। গায়ক উদিত নারায়নের মৃত্যুর খবরটি ভুয়ো। তিনি সুস্থ ভাবে বেঁচে আছেন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করতেই মুখ্যধারার বিভিন্ন সংবাদমাধ্যমে উদিত নারায়নের মারা যাওয়া কেন্দ্রিক প্রতিবেদন পেয়ে যায়।
উদিত নারায়নের ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছে “উদিত নারায়ণ সুস্থ আছেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হননি। তিনি আরও জানান যে এই ভুয়ো সংবাদে গায়ক অত্যন্ত বিরক্ত হয়েছেন।“
অন্যান্য প্রতিবেদন পড়ুন এখানে, এখানে , এখানে
উদিত নারায়ণ নিজেই সংবাদমাধ্যম আজতক-কে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার গুজব খণ্ডন করে জানিয়েছেন “যে তাঁর মতো একজন ব্যক্তি কীভাবে হার্ট অ্যাটাক করতে পারেন, যিনি এত হাসেন।“
অন্যান্য প্রতিবেদন পড়ুন এখানে,
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। গায়ক উদিত নারায়নের মৃত্যুর খবরটি ভুয়ো।
Title:হৃদরোগে আক্রান্ত হয়ে গায়ক উদিত নারায়ণের মৃত্যুর খবরটি ভুয়ো
Fact Check By: Nasim AResult: False