রাম মন্দির নির্মাণের আনন্দে রামের পুজো করলেন বরিস জনসন, ভুয়ো পোস্ট ভাইরাল

False Social

116737534_337478174324041_4529636067699094012_n.jpg

রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে ফের ভুয়ো ছবি ভাইরাল। এবারের শিকার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে রামের পুজো করলেন বরিস জনসন। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, বরিস ও একজন মহিলা একটি মূর্তির ওপর জল ঢালছেন। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ব্রিটেন এর প্রধান মন্ত্রী বরিস জনসন, রাম মন্দির নির্ম্মান এর আনন্দে, মর্যাদা পূরুষোত্তম শ্রী রাম মাথায় জল ঢেলে আনন্দে শরীক হলেন *জয় শ্রী রাম*”।

ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর।

download (26).png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাই

ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই, এটি ২০১৯ সালের ছবি। সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-এর ওই বছরের একটি প্রতিবেদন (আর্কাইভ) থেকে জানতে পারি,
“ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন ভারত গড়ার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এবং তার বান্ধবী ক্যারি সাইমন্ডস বৃহস্পতিবার সাধারণ নির্বাচনের আগে, লন্ডনের একটি বিখ্যাত হিন্দু মন্দিরে গিয়েছিলেন। প্রবাসী ভারতীয়দের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার সাধারণ নির্বাচনের আগে এই যাত্রা বলে মনে করা হচ্ছে।”

download (27).png

ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই, কনজারভেটিভ পার্টির অফিসিয়াল অ্যাকাউন্ট এই ছবিটি ২০১৯ সালের ৮ই ডিসেম্বর শেয়ার করা হয়েছিল। এই পোস্টের ক্যাপশনে ইংরেজী ভাষায় লেখা রয়েছে,
“গত বরিস জনসন প্রীতি পাটেলের সাথে উত্তর-পশ্চিম লন্ডনের একটি হিন্দু মন্দিরে গিয়েছিলেন।
‘আমাদের দেশে হিন্দুরা যে শ্রেষ্ঠ উপহার আমাদের দিয়েছে তা হল মন্দিরটি। এক অদ্ভুত আধ্যাত্মিক চেতনা রয়েছে এই সম্প্রদায়ের মধ্যে। সমাজে যেভাবে সেবার কাজ করছে এই সম্প্রদায়, লন্ডন এবং সর্বোপরি যুক্তরাজ্য ভাগ্যবান আপনাদের পেয়ে।‘- বরিস জনসন” 

download (28).png
ফেসবুকআর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। রাম মন্দির নির্মাণ এর আনন্দে রাম মূর্তির মাথায় জল ঢালছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। ২০১৯ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনের আগে বরিস জনসন একটি হিন্দু মন্দিরে গিয়েছিলেন, এটি সেই যাত্রারই ছবি। 

Avatar

Title:রাম মন্দির নির্মাণের আনন্দে রামের পুজো করলেন বরিস জনসন, ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *