না, বাঁ হাত থেকে সরিয়ে ডান হাতে ব্যান্ডেজ পরেননি রুদ্রনীল ঘোষ

False Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ডান হাতে ব্যন্ডেজ পরেছেন। পোস্টের মোট দুটি ছবির একটি কোলাজ রয়েছে। ওপরের ছবিতে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে রুদ্রনীল দাড়িয়ে আছেন এবং তার বাঁ হাতে ব্যন্ডেজ বাধা রয়েছে। নিচের দিকে দেখা যাছে একজন সাংবাদিকের সাথে রুদ্রনীল দাড়িয়ে রয়েছেন এবং তার ডান হাতে ব্যান্ডেজ রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “গিরগিটি রঙ পাল্টায় সেটা জানি, কিন্তু রঙের সঙ্গে হাত ও পাল্টায় সেটা আজ জানলাম! সে নিজেও কোনফিউস হয়ে গেছে যে তার কোন হাতে চোট লেগেছে   ??? #মোদী_ম্যাজিক”।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। একটি ফেসবুক লাইভ ভিডিওর মিরর ইমেজকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। 

ফেসবুক আর্কাইভ

উল্লেখ্য, ৮ এপ্রিল চেতলায় তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত হয় রুদ্রনীল ঘোষ। তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ এবং তার হাতে চোট লাগে। 

তথ্য যাচাই

প্রথমে ওপরের ছবিটি গুগলে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম “দ্যা হিন্দু”র প্রতিবেদনে ছবিটি দেখতে পাই। পিটিআই-এর ছবিতে দেখতে পাই রুদ্রনীল ঘোষের বাঁ হাতেই আর্ম পাউচ স্লিং লাগানো রয়েছে।

প্রতিবেদন আর্কাইভ

এরপর নিচের ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে কোনও যথাযথ ফলাফল পাওয়া যায় না। ভাইরাল পোস্টটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পাই ছবির মাঝখানে লেখা রয়েছে, “Exclusive- আক্রমণের জবাব কি দেবেন রুদ্রনীল ঘোষ”। এই বাক্যটিকে ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে একটি লাইভ ভিডিও দেখতে পাই। “প্রথম কলকাতা” নামে একটি ফেসবুক পেজ থেকে এই ৯ এপ্রিল এই ভিডিও লাইভ করা হয়েছিল। 

লাইভটি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাই সম্পূর্ণ ভিডিওটিতে মিরর এফেক্ট পড়েছে। অর্থাৎ যেমন আয়নাতে দেখলে ডানদিক বাঁদিক হয়ে যায় এখানেও ঠিক তাই হয়েছে। ভিডিওর পেছনে থাকা পোস্টারে রুদ্রনীল ঘোষ বাঁ বিজেপি শব্দগুলির মিরর ইমেজ হয়ে গিয়েছে।

এরপর পোস্টের নিচের ছবিটিকে স্মার্টফোনে এডিটিং সেকশনে গিয়ে মিরর এফেক্ট লাগিয়ে দেখতে পাই পেছনের পোস্টেরের লেখা সোজা হয়ে গিয়েছে এবং রুদ্রনীলের আর্ম পাউচ স্লিং (যাকে ফেসবুক ব্যান্ডেজ বলা হচ্ছে) তার বাঁ হাতেই রয়েছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। একটি ফেসবুক লাইভ ভিডিওর মিরর ইমেজকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:না, বাঁ হাত থেকে সরিয়ে ডান হাতে ব্যান্ডেজ পরেননি রুদ্রনীল ঘোষ

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *