
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ভারত জোড়ো যাত্রার পথসভার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দুটি আলাদা আলাদা ছবির কোলাজ করে পোস্ট করা হয়েছে। প্রথমের (উপর থেকে) ছবিতে দেখা যাচ্ছে একটি খোলা মাঠে হ্যালোজেন আলোর ব্যাবস্থা করে জনগণের এক বিশাল ভিড় এবং দ্বিতীয় ছবিতে একজন লোক জনগণকে লক্ষ্য করে হাত নাড়াচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “গত রাত্রে ভারত জোড়ো যাত্রা শেষে রাহুল গান্ধীর নেতৃত্বে একটি পথ সভা। লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করছে মোদীর পতন নিশ্চিত।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০২১ সালে তেলাঙ্গানায় আয়োজিত এক কংগ্রেস সভার ছবিকে ভারত জোড়ো যাত্রার দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর তারিখে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা কন্যাকুমারি থেকে শুরু হয়েছে এবং সেই যাত্রা অন্ধ্রপ্রদেশ প্রবেশ করেছে এবং সামনে রবিবার তেলাঙ্গানায় প্রবেশ করবে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ছবি দুটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই ছবিগুলির আসল তথ্য পেয়ে যায়।
প্রথম ছবিঃ
ছবিটি কংগ্রেস নেতা মহাম্মদ ফিরোজ খানের টুইটারে পাওয়া যায়। ২০২১ সালের ১৩ অক্টোবর তারিখের টুইটের মাধ্যমে তিনি ছবিটিকে তেলাঙ্গানার মাহবুব নগর জেলায় আয়োজিত সভার ছবি বলে জানিয়ছেন।
কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও এই ছবি ১৩ অক্তবর,২০২১, তারিখে টুইট করে এটিকে তেলাঙ্গানায় কংগ্রেসে সমাবেশের বলে জানিয়েছে।
https://twitter.com/INCIndia/status/1448155285684727808/photo/3
মনোরমা নিউজ-এর ১৩ অক্টোবর ২০২১, তারিখের প্রতিবেদনেও ছবিটিকে ছবিটি তেলেঙ্গানার মাহবুবনগরে অনুষ্ঠিত কংগ্রেস সমাবেশের। এই সমাবেশের নেতৃত্বে ছিলেন তেলাঙ্গানা কংগ্রেসের প্রমুখ রেবান্ত রেড্ডী।

দ্বিতীয় ছবিটি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার পদ সমাবেশের।
তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে অপ্রাসঙ্গিক একটি ছবিকে ভারত জোড়ো যাত্রার দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে। নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ২০২১ সালে তেলাঙ্গানায় আয়োজিত এক কংগ্রেস সভার ছবিকে ভারত জোড়ো যাত্রার দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:পুরনো, অপ্রাসঙ্গিক ছবি ভারত জোড়ো যাত্রার দাবিতে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False