
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তান থেকে নার্স সহ ৫০টি অ্যাম্বুলেন্স ভারতের দিকে রওনা দিয়েছে। পোস্টে দেখা যাচ্ছে দুটি ছবিতেই সারি অ্যাম্বুলেন্স দাড়িয়ে রয়েছে এবং এদের ক্যাপশনে লেখা রয়েছে, “৫০ টি অ্যাম্বুলেন্স অক্সিজেন নার্স সহ ভারতের দিকে রওনা হলেন পাকিস্তান।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। দুটি পুরনো ছবিকে ভুয়ো দাবির সাথে সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একদিনের সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল ভারতে ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন লক্ষ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। দেশের অনেক রাজ্য থেকে খবর উঠে এসেছে হাসপাতালের বেড বা অক্সিজেন না পেয়ে প্রাণ হারিয়েছেন অনেক আক্রান্ত রোগী।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে ছবি দুটিকে পরপর গুগলে সহ বিভিন্ন রিভার্স ইমেজ সার্চ করি।
১ম ছবি

ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানি সংবাদমাধ্যম “ট্রিবিউন”-এর ২০১৮ সালের একটি প্রতিবেদনে এই ছবিটি দেখতে পাই। এই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, “২০১৭ সালের আশার কিরণ হয়ে রইল ইধি ফাউন্ডেশন”। ছবিতেই দেখতে পাই অ্যাম্বুলেন্সগুলির ওপর ইংরেজি ভাষায় “ইধি (Edhi)” লেখা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইটে এই ছবিটি দেখতে পাই।

২য় ছবি

দ্বিতীয় ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম “লাইভমিন্ট”-এর ২০২০ সালের ১১ সেপ্টেম্বরের একটি প্রতবেদনে এই ছবিটিকে দেখতে পাই। প্রতিবেদনে ছবির ক্যাপশনে লেখা রয়েছে, থানে শহরে অ্যাম্বুলেন্সের সারি। ছবিটি সংবাদ সংস্থা পিটিআই-এর তোলা।

এরপর কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই, “করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের প্রস্তাব দিলেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের ‘মুখ’ ফয়সল ইধি। জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের প্রধান ভারতে ৫০টি অ্যাম্বুল্যান্স এবং স্বেচছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছেন নয়াদিল্লির কাছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে এই প্রস্তাব দিয়েছেন ফয়সল।“ যদিও ভারত সরকারের তরফে এই প্রস্তাবের উত্তরের কোনও খবর আমরা দেখতে পাইনি।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। দুটি পুরনো ছবিকে ভুয়ো দাবির সাথে সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হচ্ছে।

Title:“পাকিস্তান থেকে ৫০টি অ্যাম্বুলেন্স ভারতে আসছে…”, পুরনো ছবি শেয়ার করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False