
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার দৃশ্য বলে বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় একটি বিমান মুখ থুবড়ে মাটিতে পড়ে রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ আরোহীর সবাই নিহত হয়েছে। গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটা সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। ইয়েতি এয়ারলাইনসের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়। এটিআর ৭২ মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন, যাদের ১৫ জনই ছিলেন বিদেশি নাগরিক। বাকি চার জন ছিলেন বিমানটির কর্মী। দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে বিমান পরিবহন মন্ত্রণালয়।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৮ সালে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বিমানের পুরনো ছবিকে ইয়েতি এয়ারলাইন্সের বিমান দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত রবিবার ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান নেপালের পোখরায় বিধ্বস্ত হয়ে পড়ে। বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রানওয়েতে অবতরণের সময় এই ঘটনা ঘটেছে। এই বিমানে মোট যাত্রী সংখ্যা ছিল ৭২ জন। তাদের মধ্যে ৬৮ জন প্যাসেঞ্জার এবং ৪ জন ছিল বিমান সদস্য। ৬৮ জনের মধ্যে ৫ জন ছিল ভারতীয়, ৫৩ জন ছিল নেপালি। এখন অবধি ৬৮ জন যাত্রীর মৃত্যুর হয়েছে বলে জানা গেছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, খুব সহজেই ছবিটির আসল উৎস পেয়ে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর ১২ মার্চ,২০১৮, তারিখের প্রতিবেদনে ভাইরাল এই ছবি কেন্দ্রিক প্রতিবেদন অনুযায়ী, বিমান বিধ্বস্ত হওয়ার এই ঘটনাটি ঘটেছে নেপালের কাঠমান্ডুতে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, বিমান দুর্ঘটনার এই ঘটনাটি ঘটেছে ১২ মার্চ, ২০১৮, তারিখে। বিমানটি ছিল প্যাসেঞ্জার বিমান এবং নাম ছিল BS 211। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভুল দিক থেকে রানওয়ের কাছে এসে বিধ্বস্ত হয়েছিল। বিমানটিতে মোট ৭১ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন এখানে, এখানে , এখানে
তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভাইরাল ছবিটি সাম্প্রতিক ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়। পোস্টের ছবিটি পুরনো এক বিমান দুর্ঘটনার ছবি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ২০১৮ সালে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বিমানের পুরনো ছবিকে ইয়েতি এয়ারলাইন্সের বিমান দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:কাঠমান্ডুর বিমানবন্দরে বিধ্বস্ত বিমানের পুরনো ছবিকে সাম্প্রতিক ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার দাবিতে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False