
সাম্প্রতিক ৬ ফেব্রুয়ারিতারিখে তুরস্ক ও ইরানে আঘাত দেওয়া ভুমিকম্পকে ঘিরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি সহ অনেক ভিডিও পোস্ট করে সেগুলকে তুরস্ক ভুমিকম্পের দাবিতে একপ্রকারের বন্যা নেমেছে। এরকমই একটি ছবি আমাদের নজরে পড়েছে। ফেসবুক পোস্টের এই ছবি শেয়ার করে সেটিকে সাম্প্রতিক তুরস্ক ভুমিকম্পের প্রভাবে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকা পাঁচ বছরের বাচ্চার ছবি বলে দাবি করা হচ্ছে । পোস্টের এই ছবিতে এক বাচ্চা শিশুকে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকতে দেখা যাচ্ছে। এই ছবির সাথে লেখা হয়েছে, “তুরস্কের একটি অলৌকিক ঘটনা। টেক দুনিয়া তুর্কীর একটি চ্যানেল ৫ বছরের এক বাচ্চার সাথে কথা বলে- যাকে ১১২ ঘন্টা পর ধ্বংস স্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি এত দীর্ঘ সময় অনাহারে থাকনি? সে উত্তরে বলে “একজন সাদা পোশাকের ব্যক্তি তার নিকট এসে তাকে খাবার ও পানি দিত অতপর চলে যেত”।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “❤#আল্লাহ #তা’আলা বলেনঃ আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। (সূরা হুদ: ৬)।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০২০ সালে তুরস্কে হানা দেওয়া ভূমিকম্পের চার দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা এক মেয়ের পুরনো ছবিকে সাম্প্রতিক তুরস্ক ভুমিকম্পের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট | আর্কাইভ |

তথ্য যাচাই
ভাইরাল এই ছবির আসল উৎস খুঁজতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, খুব সহজেই এই ছবির আসল উৎস পেয়ে যায়। এই ছবি কেন্দ্রিক ’দি উইক’-এর ৩ নভেম্বর,২০২০, তারিখের প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “দেখুন: তুরস্কে ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে মেয়েটিকে, ভিডিও ভাইরাল হয়েছে।“
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ৩০ অক্টোবর তারিখে তুরস্কের ইজমির শহরের এজিয়ান বন্দরে ৭ রিখতর তীব্রতা সম্পন্ন ভূমিকম্প হানা দিয়েছিল। পোস্টের ছবিতে দেখতে পাওয়া মেয়েটির নাম আয়ডা গেজগিন যার বয়স ছিল ৩ বছর এবং তার মা এই ভুমিকম্পে প্রান হারিয়েছিলেন। ভূমিকম্পের সময় তার ভাই ও বাবা ভবনের ভেতরে ছিলেন না। আয়ডা গেজগিন ভুমিকম্পের পর ৯১ ঘন্টা ধরে ধ্বংসস্তূপের ভিতরে আটকে ছিল।

প্রতিবেদন | আর্কাইভ |
এই ছবি কেন্দ্রিক আমেরিকান সংবাদ মাধ্যম ’টাম্পা বে টাইমস’ এবং সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম ’আরব নিউজ’-এর ৩ নভেম্বর,২০২০, তারিখের প্রতিবেদনেও একই তথ্য বর্ণনা করা হয়েছে।
আরও পরুনঃ রয়টার্স প্রতিবেদন
রয়টার্স-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও তিন বছরের শিশুর উদ্ধারের ভিডিওটি শেয়ার করা হয়েছে।
আমরা কোন প্রতিবেদনেই মেয়েটির দ্বারা বলা- “একজন সাদা পোশাকের ব্যক্তি তার নিকট এসে তাকে খাবার ও পানি দিত অতপর চলে যেত।” এরকম কথার উল্লেখ পাইনি।
তথ্য ভিত্তিতে প্রমানিত হয় যে ভাইরাল এই ছবিটি ৩ বছরের পুরনো, সাম্প্রতিক তুরস্ক ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ২০২০ সালে তুরস্কে হানা দেওয়া ভূমিকম্পের চার দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা এক মেয়ের পুরনো ছবিকে সাম্প্রতিক তুরস্ক ভুমিকম্পের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:২০২০ তুরস্ক ভুমিকম্পের পুরনো ছবি মনগড়া গল্পের সহিত সাম্প্রতিক ভুমিকম্পের ছবি দাবি করে ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False