কুখ্যাত দাগী সন্ত্রাসী ও আতঙ্কবাদী সংগঠন ’জইশ-ই-মহম্মদে-এর প্রধান মাসুদ আজহারের মৃত্যুর খবর নিয়ে সরগরম মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে। সম্প্রতি একটি বিস্ফোরণের ভিডিও মাসুদ আজহারের মৃত্যুর খবরের সাথে জড়িয়ে শেয়ার করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে বিস্ফোরণের এই ভিডিওটি ৩১ ডিসেম্বর তারিখের দাবি করা হচ্ছে। সাথে এও দাবি করা হচ্ছে যে, সেদিন সকালে পাঁচটায় পাকিস্তানের ভাওয়ালপুর মসজিদ থেকে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তি দ্বারা বোমা বিস্ফোরণে সন্ত্রাসী মাসুদ আজহারের মারা যাওয়ার ভিডিও ফুটেজ।

ক্যাপশনে লেখা হয়েছে,” সন্ত্রাসী দল জয়েশ এ মোহাম্মদ প্রধান মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহার আজ সকাল পাঁচটায় পাকিস্তানের ভাওয়ালপুর মসজিদ থেকে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তি দ্বারা বোমা বিস্ফোরণে মারা গেছে।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে সন্ত্রাসী মাসুদ আজহারের মৃত্যুর গুজবের সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

বোমা বিস্ফোরণে মাসুদ আজহারের মত দাগী সন্ত্রাসীর মৃত্যু হলে তা দেশীয়, বিদেশীয় সংবাদ প্রতিবেদনে চর্চার বিষয় হয়ে উঠত। কিন্তু গুগল সার্চের মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিবেদনে মাসুদ আজহারের মৃত্যুর খবরকে ঘিরে সংবাদ উপস্থাপনের অনুপস্থিতি থেকে স্পষ্ট ধারনা হয় যে দাগী সন্ত্রাসীর মৃত্যুর খবরটি গুজব মাত্র।

ভাইরাল ভিডিওর আসল উৎস ?

ভাইরাল এই ভিডিওর আসল উৎস খুঁজে বের করতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে ভেঙ্গে কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি পাকিস্তানি সাংবাদিক ‘Ghulam Abbas Shah’-এর এক্স (টুইটার) প্রোফাইলে পাওয়া যায়। ৩ নভেম্বর,২০২৩, তারিখে পোস্ট করা এই এক্স পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে- শুক্রবারে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের পুলিশ টহলের কাছে বোমা বিস্ফোরণের সিসি টিভি ফুটেজ। এই বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে।

‘OSINT Updates’ নামের এক্স প্রোফাইল থেকেও ভিডিওটি ৩ নভেম্বর,২০২৩, তারিখে পোস্ট করে জানানো হয় এটি পাকিস্তানের দেড়া ইসমাইল খানে বোমা বিস্ফোরণের দৃশ্য।

একই তথ্যের সাথে পাকিস্তানের রাজনৈতিক নেতা ‘আলি ওয়াজির’ও এই ভিডিওটি সম্বলিত একটি টুইট করেছেন। এই বিস্ফোরণে আহতদের সাথে দেখাও করতে গিয়েছিলেন।

পুলিশের গাড়ির কাছে বোমাটি একটি মোটরসাইকেলে লুকিয়ে রাখা হয়েছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে বিস্ফোরিত করা হয়েছিল। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে গুলি বিনিময়ও হয়েছিল।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভাইরাল ভিডিওটি পুরনো ও অপ্রাসঙ্গিক।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে সন্ত্রাসী মাসুদ আজহারের মৃত্যুর গুজবের সাথে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও সন্ত্রাসী মাসুদ আজহারের মৃত্যুর গুজবের সাথে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False