
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বামপন্থী নেতা লুলা দা সিলভার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ওয়ার্কার্স পার্টির উদযাপনের ভিডিও। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে অসংখ্য আতশবাজি ও অগ্নিশিখায় পুরো শহর আলোকিত হয়ে যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আজকের লাল ব্রাজিল….♥ দক্ষিন আমেরিকা লালঝান্ডার দখলে…… ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করল ওয়ার্রকারস্ পার্টির মনোনীত প্রার্থী লুলা….♥✊ লাল সেলাম ব্রা জি ল ✊️❤️✊️❤️✊️❤️।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ক্রোসিয়ার টর্সিডা স্প্লিট সংস্থার ৭০তম জন্মদিবস পালনের পুরনো ভিডিও ব্রাজিলের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, ৩১ অক্টোবর তারিখে বামপন্থী নেতা লুলা দা সিলভা ৫০.৮% ভোট পেয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। লুলা দা সিলভার রাজনৈতিক দলের নাম ওয়ার্কার্স পার্টি। এর আগে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন।
তথ্য যাচাই
ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচায় করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ক্রোসিয়ার ফুটবল ক্লাব HNK Hajduk Split-এর ওয়েবসাইটের একটি প্রতিবেদনে ভাইরাল এই ভিডিওর কিছু তথ্যচিত্র ও ভিডিও পাওয়া যায়। এই প্রতিবেদন অনুযায়ী, ক্রোসিয়ার স্প্লিট শহরে অবস্থিত সংস্থা টর্সিডার ৭০তম জন্মদিবস পালনের উদ্দেশ্যে পুরো স্প্লিট শহরকে আতশবাজির মাধ্যমে আলোকিত করা হয়েছিল।
প্রসঙ্গত, টর্সিডা স্প্লিট হল ক্রোয়েশিয়ার ফুটবল দল HNK Hajduk Split দলের সমর্থকদের গ্রুপ যার শাখা অন্যান্য দেশেও রয়েছে কিন্তু বেশিরভাগই ক্রোয়াট সম্প্রদায়ের মধ্যে। ২৮ অক্টোবর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত, টর্সিডা হল ইউরোপের প্রাচীনতম সমর্থক গোষ্ঠী।

ফুটবল ক্লাব HNK Hajduk Split-এর ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকেও এই ভিডিওর একটি দৃশ্য টুইট করা হয়েছিল। টুইটটি করা হয়েছে ২০২০ সালের ২৮ অক্টোবর তারিখে।
ক্রোসিয়ার সংবাদ মাধ্যমে ’টোটাল ক্রোসিয়া নিউজে’র-এর ২৮ অক্টোবর, ২০২২, তারিখের প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে।

ইউকে ফিনান্স-এর প্রতিবেদনেও ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক প্রতিবেদনেও ভিডিওটিকে ক্রোসিয়ার বলে জানানো হয়েছে। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
স্পোর্টস সেন্টারের ভেরিফাইড টুইটার হ্যান্ডল থেকেও এই ভিডিও ২৮ অক্টোবর,২০২০, তারিখে টুইট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, “শহরটি জ্বলছে: টর্সিডা স্প্লিট (ক্রোয়েশিয়ায় এইচএনকে হাজডুক স্প্লিটের অনুসারীরা) ৭০ বছর বয়সে পরিণত হয়েছে (ইউরোপের সবচেয়ে পুরানো সংস্থা) এবং তারা এটিকে বড় করে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে… 😳।“
তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়, ভাইরাল এই ভিডিওটি ব্রাজিলের নয়, ক্রোসিয়ার। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সাথে ভাইরাল এই ভিডিওর কোন সম্পর্ক নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ক্রোসিয়ার টর্সিডা স্প্লিট সংস্থার ৭০তম জন্মদিবস পালনের পুরনো ভিডিও ব্রাজিলের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:বামপন্থী নেতা লুলা দা সিল্ভার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ওয়ার্কার্স পার্টির উদযাপনের ভিডিও ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False