
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে অগ্নি দুর্ঘটনার ভিডিও। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে একটি ফুটবল স্টেডিয়াম লোকের সমাগমে ভর্তি হয়ে রয়েছে। গোল বারের পাশে থাকা দর্শকরা মশালের মত কিছু মাঠে ছুঁড়ছে ফলে ভয়ঙ্কর ধোঁয়ার তৈরি হয়ে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “কাতারে বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামে ভয়াবহ আগুন। কাতার জুড়ে রেট এলার্ট।⚽⚽⚽🔥🔥🔥 #katar #বিশ্বকাপ।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৮ সালে জার্মানির একটি স্টেডিয়ামে ফুটবল ভক্তদের প্রতিবাদের পুরনো ভিডিও কাতার বিশ্বকাপের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। এই খেলা শুরু হয়েছে চলতি মাসের ২০ তারিখ অর্থাৎ ২০ নভেম্বর তারিখ থেকে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ডিসেম্বর ১৮ তারিখে। কাতারের মোট ৮টি স্টেডিয়ামে সম্পন্ন হবে বিশ্বকাপের সব খেলা গুলো।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে জানতে পারি, ফুটবল বিশ্বকাপ ২০২২ এর একটি স্থান লুসাইল স্টেডিয়াম থেকে ৩,৫ কিমি দূর একটি নির্মানাধিন নির্মাণাধীন ভবনে আগুন লেগেছিল। এই দুর্ঘটনায় কেও আহত হয়নি। পড়ুন এখানে
এরকম কোন ভিডিও উপস্থাপন বা প্রতিবেদন পাওয়া যায়না যেখানে ভাইরাল এই ভিডিওটিকে কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে দুর্ঘটনার বলে জানিয়েছে।
তাহলে ভাইরাল ভিডিওটির আসল উৎস ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওটিকে ইনভিড তূলে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। এক্সপ্রেস ইউকে-এর ১২ মে,২০১৮, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি জার্মানির হামবুর্গ শহরে অবস্থিত ভক্সপার্কস্টেডিয়ন স্টেডিয়ামের। জার্মানির ফুটবল লিগ বুন্দেসলিগা থেকে ’হামবুর্গ এসভি’ দলের নির্বাসন হয়ে যাওয়ার কারণে “”হামবুর্গ এসভি’ দলের ভক্তরা ক্ষোভে ফেটে পড়েছিল এবং স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি করেছিল।

এই ভিডিও কেন্দ্রিক একটি ভিডিও উপস্থাপন ডি ডাবলু কিক অফ-এর ইউটিউব চ্যানেলে খুঁজে পাই। ২০১৮ সালের ১৪ মে তারিখে আপলোড করা এই উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে, “আগুনে হামবুর্গ: নির্বাসনের পর ভক্তদের দাঙ্গা | বুন্দেসলিগা হাইলাইটস।“
4S-TV নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলেও ঘটনাটিকে জার্মানির ভক্সপার্কস্টেডিয়ন স্টেডিয়ামের বলে জানিয়েছে। সাথে এও জানিয়েছে যে, ঘটনাটি ঘটেছে ১২ মে ২০১৮ তারিখে।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় ভাইরাল ভিডিওটি ২০১৮ সালের জার্মানির ভক্সপার্কস্টেডিয়ন স্টেডিয়ামের এবং ভিডিওটির কাতার বিশ্বকাপের সাথে কোন সম্পর্ক নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া ও ভিত্তিহীন। ২০১৮ সালে জার্মানির একটি স্টেডিয়ামে ফুটবল ভক্তদের প্রতিবাদের পুরনো ভিডিও কাতার বিশ্বকাপের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:জার্মানির ভক্সপার্কস্টেডিয়ন স্টেডিয়ামে ঘটিত ২০১৬ সালের ভিডিও কাতার বিশ্বকাপের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False