২২ জানুয়ারি তারিখে উদ্বোধন হতে চলেছে অযোধ্যা রাম মন্দির। উদ্বোধন সভায় উপস্থিত হবে না চার পীঠের সঙ্করাচার্জরা এবং কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যা নিয়ে চর্চা এখন তুঙ্গে। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া জুড়ে শেয়ার করা হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ভিডিও, ছবি। সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সভাকে কেন্দ্র করেই অযোধ্যায় উপস্থিত হয়েছে জটায়ু। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে বিশালাকার শকুন যাকে ঘিরে রয়েছে জনগণের একটি ভিড়।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”রাম মন্দির প্রতিষ্ঠিত হবে আর সেখানে জটায়ু উপস্থিত থাকবেনা এটা কি হয় কারন রামের বন্ধু বলে কথা। স্বয়ং জটায়ু এসে হাজির।। ৫০০ বছর অপেক্ষায় ছিলো প্রভুর সে তার বাড়িতে ফেরত আসবে আর মাত্র অল্প কয়টা দিন। প্রভুকে স্বাগত জানাতে স্বয়ং জটায়ু হাজির।🙏🙏🙏।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।

ফেসবুক পোস্ট

প্রসঙ্গত, জটায়ু হচ্ছে শকুন কিংবা ঈগল শ্রেণীর পৌরাণিক পাখি যা ছিল একটি দৈবপক্ষী। রামায়ণ মহাকাব্যে জটায়ু বিশাল গুরুত্বপূর্ণ একটি চরিত্র। জটায়ু এবং রাম-এর পিতা দশরথ ছিলেন পরম বন্ধু। রাবন যখন শ্রী রাম পত্নী সীতাকে আকাশপথে হরণ করে নিয়ে যাচ্ছিল এবং সীতা সাহায্যের জন্য রাম ও লক্ষন-এর নাম চিৎকার করছিলেন কিন্তু বিপদ্গ্রস্থ সীতাকে কেও বাঁচাতে আসেনি। লঙ্কাগামি পথের মাঝে কোন এক গাছে বসে থাকা জটায়ু সীতাকে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিল। রাবন তার কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে জটায়ুর ডানা কেটে ফেলে এবং সীতাকে অপহরণ করতে সফল হয়েছিল।

তথ্য যাচাইঃ

ভাইরাল দাবির সত্যতা যাচাই ও ভিডিও সম্পর্কিত বিস্তারিত জানতে ভিডিওর কি ফ্রেমকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিওর শকুন সম্বলিত একটি ভিডিও সংবাদ সংস্থা ‘এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ANI)-এর একটি এক্স (টুইট)পোস্ট পাওয়া যায়। ৯ জানুয়ারি,২০২৩, তারিখে করা থ্রেড পোস্টে জানানো হয়েছে এটি একটি হিমালয়ান গ্রিফন শকুন যাকে উত্তরপ্রদেশের কানপুরের কর্নেলগঞ্জের ঈদগাহের কাছে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে স্থানীয়রা এই বিরল শকুনকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছিল।

এটিকে সূত্র ধরে গুগল সার্চের মাধ্যমে মুখ্যধারার প্রতিবেদন গুলো থেকেও জানা যায় যে এটি একটি হিমালয়ান গ্রিফন শকুন যাকে গত বছর জানুয়ারি মাসে অর্থাৎ ৮ জানুয়ারি তারিখে তাকে কানপুর থেকে উদ্ধার করা হয়েছিল। দেখুন এখানে

যা থেকে স্পষ্ট হয় যে, শকুনের ভাইরাল ভিডিওটি সম্প্রতির নয় এবং অযোধ্যা রাম মন্দিরের সাথে সম্পর্কিত নয়।

তবে, এও নয় যে ২০২৩ সালে প্রথমবার হিমালয় গ্রিফন শকুনকে দেখা গেছে। এর আগে ২০১৬ সালে একই প্রজাতির একটি শকুনকে কাশ্মীরের ডাল লেকের তীরে। ২০১৮,২০২০ এবং ২০২১ সালে যথাক্রমে তামিলনাড়ু, সিঙ্গাপুর এবং মহারাষ্ট্রে দেখা গিয়েছিল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। শকুনের ভাইরাল ভিডিওটি সম্প্রতির নয় এবং অযোধ্যা রাম মন্দিরের সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে অযোধ্যায় জটায়ুর আবির্ভাব ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: False