
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, সাম্প্রতিক নেপালে বিমান দুর্ঘটনার ভিডিও। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে মুক্ত আকাশে একটি বিমান উড়ছে। উড়ন্ত অবস্থায় বিমানটিতে আগুণ লেগে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “তিন দশকে নেপালে ভয়াবহ ২৭-টি বিমান দুর্ঘটনা ঘটেছে , এবারের ✈ বিমান দুর্ঘটনায় ৭২ জন আরোহীর নিয়ে নেপালে এই বিমান-টি দুর্ঘটনার শিকার হয় বাহাত্তর জনের মধ্যে একজনও বেঁচে নেই। ৭২ জন আরোহীর মধ্যে ৬৮ জনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ারসার্ভিস কর্মীরা বাকি ৪ জনের মরদেহ এখনো নিখোঁজ রয়েছে। #নেপালে_বিমান_দুর্ঘটনা।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০২১ সালে রাশিয়ায় একটি সামরিক বিমান দুর্ঘটনার ভিডিওকে নেপালে ইয়েতি ইয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, বিগত রবিবার ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান নেপালের পোখরায় বিধ্বস্ত হয়ে পড়ে। বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রানওয়েতে অবতরণের সময় এই ঘটনা ঘটেছে। এই বিমানে মোট যাত্রী সংখ্যা ছিল ৭২ জন। তাদের মধ্যে ৬৮ জন প্যাসেঞ্জার এবং ৪ জন ছিল বিমান সদস্য। ৬৮ জনের মধ্যে ৫ জন ছিল ভারতীয়, ৫৩ জন ছিল নেপালি। এখন অবধি ৬৮ জন যাত্রীর মৃত্যুর হয়েছে বলে জানা গেছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে খুব সহজেই এই ভিডিওর আসল তথ্য পেয়ে যায়। সংবাদ সংস্থা Anadolu Agency-এর ইউটিউব চ্যানেলে ভাইরাল এই একই ভিডিওটি ২০২১ সালের ১৭ আগস্ট তারিখে আপলোড করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, “রাশিয়ায় সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।“
এই উপস্থাপন অনুযায়ী, রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে মস্কো ওব্লাস্ট অঞ্চলের কুবিঙ্কা এয়ারফিল্ডে পরীক্ষামূলক ফ্লাইটের সময় ঘটনাটি ঘটেছিল।
Breaking Aviation News & Videos-এর অফিসিয়াল টুইটার প্রোফাইল থেকেও ভাইরাল এই ভিডিওটি ২০২১ সালের ১৭ আগস্ট তারিখে একই তথ্যের সাথে টুইট করা হয়েছে। এই টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, “রাশিয়ার কুবিঙ্কা বিমানবন্দরে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের পর moscowplane II-112 বিধ্বস্ত হয়েছে। নিহতের সংখ্যা বর্তমানে অজানা।“
Bostonglobe-এর প্রতিবেদন সহ apnews-এর প্রতিবেদনেও এই বিমান দুর্ঘটনার ভিডিওটি রাশিয়ার বলে জানানো হয়েছে।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নেপাল দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ২০২১ সালে রাশিয়ায় একটি সামরিক বিমান দুর্ঘটনার ভিডিওকে নেপালে ইয়েতি ইয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:রাশিয়ায় সামরিক বিমান দুর্ঘটনার পুরনো ভিডিও নেপাল বিমান দুর্ঘটনার দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False