৭ অক্টোবর তারিখে গাজা উপত্যকা থেকে হামাস কর্তৃক ইজরায়েলে ৫০০০ রকেট নিক্ষেপ ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ইতিহাস পুনর্ভাবে শুরু করে। এই সংঘর্ষে এখন অবধি প্রায় ৭০০০ ফিলিস্তিনি ও ১৪০০ জন ইজরায়েলি প্রান হারিয়েছেন। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় ৫০ জন নিহত ও ৪০০ জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। এই সংঘর্ষকে ঘিরেই সোশ্যাল মিডিয়াই লেখা পোস্ট, ছবি, ভিডিও পোস্টের বন্যা নেমে এসেছে। একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইজরায়েলি হামলার পর জীবিত ফিলিস্তিনিরা সংবাদমাধ্যমের সামনে মৃত লাশ হওয়ার অভিনয় করছে। পোস্টের এই ভিডিওতে দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষ সাদা কাপড়ে মুড়ে লাশের মত সারিবদ্ধ ভাবে শুয়ে রয়েছে। তাদের প্রত্যেকের পায়ে রয়েছে চপ্পল এবং তাদের মাঝেই একজনকে নড়াচড়া করতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” #গাঁজায় হামাস লাশের পায়ে চপ্পল ও থাকে🤣🤣 আর এখানে তো কাপড় দিয়ে ঢাকা লাশ নড়াচড়া করছে, শরীর চুলকাচ্ছে। আরে জীবন্ত লাশ আর #VICTIMCARD কাজ করবে না। সারা বিশ্ব তোমাদের নাটক বুঝে গেছে।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি দশ বছরের পুরনো, চলমান ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওর তথ্য যাচাই প্রক্রিয়া ভিডিওর কিফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে শুরু করি। ফলে, হুবহু এই ভিডিওটি جريدة البديل’ নামের একটি ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ভিডিওটি ২০১৩ সালের ২৮ অক্টোবর তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভিতরে মৃতদেহের একটি উপস্থাপনা।“ এই চ্যানেলেটি আল-বাদিল নামের মিশরীয় সংবাদমাধ্যমের। এই উপস্থাপন অনুযায়ী, মিশরের কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মৃত্যু মঞ্চায়ন করে বিক্ষোভ প্রদর্শন করেছিল।

২০১৩ সালে মিশরের রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার আগে এবং পরে মিশরে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের একটি বড় দল কলেজ প্রশাসন ভবনের সামনে একটি গণবিক্ষোভ করেছিল।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভিডিওটি সাম্প্রতিক ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি দশ বছরের পুরনো।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওটি দশ বছরের পুরনো, চলমান ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:ইজরায়েলের হামলার পর ফিলিস্তিনিরা সংবাদমাধ্যমের সামনে মৃত্যু মঞ্চায়ন করছে ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: False