
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাজ্যে প্রথম ’বন্দে ভারত এক্সপ্রেস’ ট্রেনের চালক হলেন নদীয়ার বাসিন্দা শুভেন্দু বড়াই। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে এক যুবক যিনি ট্রেন চালকের বেশে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনে দাড়িয়ে রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “অভিনন্দন ❤️ রাজ্যে প্রথম “বন্দে ভারত এক্সপ্রেস” ট্রেনের (হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি) চালক হলেন নদীয়ার চাকদহের গর্ব গৌরব শুভেন্দু বড়াই 🙏🏻❤️🇮🇳🇮🇳🇮🇳।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। নদীয়ার চাকদহের বাসিন্দা শুভেন্দু বড়াই মালগাড়ির চালক, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নয়।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর, শুক্রবার হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথম বারের মতো যাত্রা শুরু করেছে পশ্চিমবঙ্গে প্রথম এবং দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রায়াল রান থেকে কারশেডে ফিরে যাওয়া পর্যন্ত এই ট্রেন নিয়ে মানুষের ভিড় ছিল দেখার মতো। যাত্রীরা তো বটেই রেল দফতরের কর্মীদের মধ্যেও বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে একটি ছবি তোলার হিড়িক পড়েছিল। সেই স্রোতে গা ভাসিয়ে একটি ছবি তুলেছিলেন শুভেন্দু বড়াই। তার পর সেটি সোশ্যাল মিডিয়াই ভাইরাল হয়েছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, মুখ্যধারার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে ভাইরাল ছবিতে থাকা যুবকের নাম শুভেন্দু বড়াই। তার বাড়ি নদীয়ার চাকদহ শহরে। শুভেন্দু বড়াই ভারতীয় রেলের মালগাড়ির চালক। তিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চালক নয়। এখনও অবধি তিনি কোনো যাত্রীবাহী ট্রেন চালাইনি বলেও জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি বন্দে ভারত ট্রেনের সামনে দাড়িয়ে ছবি তুলেছেন মাত্র।


আরও পড়ুনঃ হিন্দুস্তান টাইমস প্রতিবেদন, বাংলা হান্ট প্রতিবেদন
তাহলে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চালক কে ছিলেন ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই উত্তর পেয়ে যায়।
প্রধান চালকের নাম হল- অনিল কুমার। তিনি বর্ধমানের বাসিন্দা। এবং সহকারি চালকের নাম হল- কমলেশ কুমার।

নিউজ১৮ প্রতিবেদন | আর্কাইভ |
আরও পড়ুনঃ এই সময় প্রতিবেদন, বেঙ্গল ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন,
নীচের ভিডিও উপস্থাপনটি দেখুনঃ
চালক অনিল কুমারের সাক্ষাৎকারের ভিডিও দেখুনঃ
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। নদীয়ার চাকদহের বাসিন্দা শুভেন্দু বড়াই মালগাড়ির চালক, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নয়।

Title:নদীয়ার বাসিন্দা শুভেন্দু বড়াই মালগাড়ির চালক, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নয়। পড়ুন তথ্য যাচাই
Fact Check By: Nasim AkhtarResult: False