সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ছবি বিশাল ভাইরাল হচ্ছে। ছবিতে মোট পাঁচ জন মেয়েকে দেখা যাচ্ছে যাদের মধ্যে দুজন হিজাব পরে আছে এবং তাদের পেছনে থাকা বোর্ডে ইংরেজিতে বড়ো করে ‘মুসলিম ডক্টরস এ্যাসোসিয়েশন’ অর্থাৎ ‘মুসলিম ডাক্তার সমিতি’ লেখা রয়েছে। এই ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভারতে মুসলিম সম্প্রদায়ের ডাক্তার সমিতি গঠিত হয়েছে।

ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ধীরে ধীরে অক্টোপাসের শুঁড়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছি আমরা । ডক্টর, কিন্তু "মুসলিম ডক্টর অ্যাসোসিয়েশন"। আগামী দিনে ভারতবর্ষের গতিপ্রকৃতি কোন দিকে যাচ্ছে এখনো যাঁরা বুঝতে পারছেন না, তাদের জন্য আগামী দিনে দুটো উপায় - এক ইসলাম গ্রহণ করা অথবা এখান থেকে পালিয়ে যাওয়া। তৃণমূল তোলা তুলুক, পশ্চিমবঙ্গের বিজেপির সংস্কারিত নেতারা নির্বাচনে আসা টাকা পকেটে ভরুক, কমিউনিস্টরা মুসলমানদের পা চাটুক, এক হিন্দু আরেক হিন্দুকে গালাগালি করুক, এক বড় হিন্দু সংগঠন আর ছোট হিন্দু সংগঠনকে পা টেনে ধরে রাখুক ; পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনের অন্ধকার ভবিষ্যৎ কে দূর করার জন্য রাজনীতি , সামাজিক সংগঠনকে রাজনীতির মাঠে ভূমিকা পালন করতে হবে।“

তথ্য যাচাই করে আমরা ভাইরাল দাবিটিকে ভুয়ো ও বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। মুসলিম ডক্টরস অ্যাসোসিয়েশন হল ব্রিটেনের একটি সমাজসেবা সংস্থা। ভারতের সঙ্গে এই সংগঠনটির কোনো সম্পর্ক নেই।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ‘মুসলিম ডক্টরস এ্যাসোসিয়েশন’-এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুঁজে বের করি। সেখান থেকে জানতে পারি, এটি ইংল্যান্ডের লুটন ভিত্তিক একটি সমাজসেবা সংস্থা।

মুসলিম ডক্টরস অ্যাসোসিয়েশন এবং অ্যালাইড হেলথ প্রফেশনালস সিআইসি লুটনে ২০০৪ সালে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং কর্মশালা প্রদানের মাধ্যমে একটি ছোট সম্প্রদায়ের সংগঠন হিসাবে শুরু হয়েছিল। তারপর থেকে বছরের পর বছর এই সংগঠন যুক্তরাজ্যের মধ্যেই সম্প্রসারিত হয়েছে ঠিকই কিন্তু বিশ্বের অন্য কোথাও এই সংস্থার শাখা আছে এমন কোন উল্লেখ নেই তাদের সাইটে। যুক্তরাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে শারীরিক, আধ্যাত্মিক এবং মানসিক সুস্থতাকে অনুপ্রাণিত করা এই সংস্থার প্রধান উদ্দেশ্য।

ভাইরাল এই ছবিটি তাদের অফিসাল ফেসবুক পেজ থেকে ২০১৯ সালের ২৯ সেপ্তেম্বরে পোস্ট করা হয়েছিল এবং ক্যাপশনে লেখা হয়েছিল যে, বার্মিংহামে আমাদের প্রথম মিডল্যান্ডস ইভেন্টে যোগদানকারী সকলকে ধন্যবাদ। এটি একটি দুর্দান্ত সামাজিক এবং নেটওয়ার্ক করার সুযোগ ছিল। আমরা আমাদের পরবর্তী সমাবেশে- বার্ষিক ডিনারে আপনাকে দেখার জন্য উন্মুখ। আরো বিস্তারিত জানানো হবে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ‘মুসলিম ডক্টরস এ্যাসোসিয়েশন’ সংস্থাটি ব্রিটেনের একটি সমাজসেবা সংস্থা এবং এই সংস্থার ভারতে কোন শাখা নেই। এই সংস্থার একটি ছবিকে ভারতে মুসলিম সম্প্রদায়ের ডাক্তার সমিতি গঠিত হয়েছে বলে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ‘মুসলিম ডক্টরস এ্যাসোসিয়েশন’ সংস্থাটি ব্রিটেনের একটি সমাজসেবা সংস্থা এবং এই সংস্থার ভারতে কোন শাখা নেই। এই সংস্থার একটি ছবিকে ভারতে মুসলিম ডাক্তার সমিতি গঠিত হয়েছে বলে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:ব্রিটেনের সমাজসেবা সংস্থা ‘মুসলিম ডক্টরস অ্যাসোসিয়েশন’-এর ছবিকে ভুয়ো ও বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False