
পুলিশের সাথে ধস্তাধস্তির একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সেটিকে তামিলনাড়ুর ঘটনা বলে দাবি করা হচ্ছে। পোস্টের এই ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ক্ষুব্ধ জনতা মিলে পুলিশের ভ্যান ঘিরে ফেলেছে এবং গাড়ি থেকে একজনকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করছে। তাকে রক্ষা করতে পুলিশ কর্মী ক্ষুব্ধ জনতাদের দূরে সরানোর চেষ্টা করছে। তবুও কয়েকজন লোক পুলিশ ভ্যানের ভেতরে বসে থাকা ব্যাক্তিকে এলোপাথাড়ি ভাবে ঘুষি মারতে দেখা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “সবাই দেখো তামিলনাড়ুতে কি হচ্ছে পারলে ভিডিওটাকে শেয়ার করে দাও 🙏🙏🙏।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পুলিশের উপস্থিতিতে পুলিশ ভ্যানে থাকা ব্যাক্তিকে আক্রমনের এই ভিডিওটি তেলেঙ্গানার। হিন্দু দেব দেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে এই ঘটনা ঘটেছিল।
উল্লেখ্য, তামিলনাড়ুতে হিন্দিভাষী বিহারী শ্রমিকদের উপর স্থানীয়দের দ্বারা আক্রান্ত হওয়ার খবর আসতেই সোশ্যাল মিডিয়াই ছড়িয়ে পড়তে শুরু করেছে সম্পর্কহীন অনেক ভিডিও, ছবি। এই ভিডিওটি তেমনই একটি ভিডিও। আসুন দেখেনি ভাইরাল এই ভিডিওর আসল উৎস। তামিনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার নামে শেয়ার করা কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই পড়ুন এখানে, এখানে, এখানে, এখানে।
তথ্য যাচাই
ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে পুলিশ ভ্যানে মোটাকালিতে ’ওয়ারঙ্গল’ লেখা রয়েছে যা তেলেঙ্গার একটি জেলার নাম। এটিকে সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক সংবাদমাধ্যম ’এনডি টিভি’র প্রতিবেদন পেয়ে যায়। ২৮ ফেব্রুয়ারি,২০২৩, তারিখের এই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “তেলেঙ্গানার লোক, যিনি হিন্দু দেবতাদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, পুলিশ ভ্যানে মারধর।“
প্রতিবেদন অনুযায়ী, নাস্তিক সমিতির সদস্য ৪২ বছর বয়স্ক বাইরি নারেশ হিন্দু দেব-দেবীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার জের ধরেই হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের কয়েকজন ব্যাক্তি পুলিশের উপস্থিতিতেই তার ওপর আক্রমন করেছিল। ধস্তাধস্তির এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হানামকোন্ডা জেলায়। ওয়ারাঙ্গল পুলিশ কমিশনার ’এ ভি রঙ্গনাথ’ জানিয়েছেন যে সমস্ত হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছর ডিসেম্বর মাসে হিন্দু দেবতা আয়াপ্পা স্বামী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাইরি নারেশ। ফলে, ৩১ ডিসেম্বর তারিখে তাকে গ্রেফতার করেছিলেন পুলিশ। তারপর জামিনে মুক্তি পেয়ে একটি আইন কলেজে অনুষ্ঠানে যোগদান করেছিলেন সেখানে তার ওপর হামলা হতে পারে এরকম খবর পেয়ে তিনি পুলিশের সাথে যোগাযোগ করেছিলেন। পুলিশ তাকে নিয়ে যেতে আসলে সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ ভ্যানের মধ্যেই তাকে মারধর করতে শুরু করেছিলেন ক্ষুব্ধ জনতা। ২৭ ফেব্রুয়ারি,২০২৩, তারিখে হানামকোন্ডার গোপালপুরম চৌরাস্তার কাছে সামমাইয়ানগরে মারধরের এই ঘটনাটি ঘটেছিল।

ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক ভিডিও উপস্থাপন থেকেও একই তথ্য পাওয়া যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। পুলিশের উপস্থিতিতে পুলিশ ভ্যানে থাকা ব্যাক্তিকে আক্রমনের এই ভিডিওটি তেলেঙ্গানার। হিন্দু দেব দেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে এই ঘটনা ঘটেছিল।

Title:পুলিশের উপস্থিতিতে পুলিশ ভ্যানে থাকা ব্যাক্তিকে মারধরের ভাইরাল এই ভিডিওটি তেলেঙ্গানার, তামিলনাড়ুর নয়
Fact Check By: Nasim AkhtarResult: False