নরেন্দ্র মোদী, নাড্ডার ছবি যুক্ত বিজেপির পোস্টারকে জুতো পেতার ভিডিওটি আসন্ন লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয় 

Missing Context Political

১৯ এপ্রিল তারিখ থেকে শুরু হবে ভারতীয় সংসদীয় নির্বাচন প্রক্রিয়া। জোরকদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দল গুলোর প্রচার অভিযান। দেওয়াল লিখন থেকে শুরু করে নিজের নিজের কেন্দ্র গুলো পরিদর্শন। এই প্রক্রিয়াই অনেক নেতা জনগণের ভালোবাসা পেলেও অনেকে আবার শিকার হচ্ছে জনগণের কঠিন প্রশ্নের, হতে হচ্ছে অপমানিত। এই পরিস্থিতির মধ্যে জনগণের ক্ষোভ প্রকাশের একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যেখানে বেশ কয়েকজন মহিলাকে নরেন্দ্র ছবি যুক্ত বিজেপির একটি ব্যানারে জুতো পেটা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভয়ংকর দৃশ্য।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভিডিওটি পুরনো এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশের নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও সম্বলিত একটি সংবাদ উপস্থাপন পাওয়া যায়। ৩১ জানুয়ারি,২০২২, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”মণিপুর বিধানসভা নির্বাচন 2022: বিজেপি নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশ করার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।“ 

এই উপস্থাপন অনুযায়ী, মণিপুরে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় প্রত্যাশিত নেতাদের নাম থাকায় সেই নেতার সহ কর্মী সমর্থকরা নারাজ হয়ে জায়গায় জায়াগায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। দলীয় পতাকায় আগুন দেই, বিজেপির শীর্ষ নেতৃত্বের ছবি যুক্ত ব্যানারকে জুতো পেটা করেছিল। ০২:০৬ মিনিট দীর্ঘ এই উপস্থাপনের ০:৫৩ মিনিটের পর থেকে ফেসবুক পোস্টের ভিডিওটি দেখা যাবে। 

এটিকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করতেই মুখ্যধারার সব প্রতিবেদনেই ২০২২ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়া নিয়ে স্থানীয় নেতা, কর্মীরা ক্ষোভ প্রকাশ করে মোদী, মুখ্যমন্ত্রী এন বিরেন সিং-এর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করার প্রতিবেদন, সংবাদ উপস্থাপন পেয়ে যায়। 

অর্থাৎ, পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে লোকসভা নির্বাচন ২০২৪ এর আবহে শেয়ার করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভিডিওটি সম্প্রতির নয়। ভিডিওটি দুই বছর পুরনো। ২০২২ মণিপুর বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপি কর্মীদের দ্বারা দলের প্রতি ক্ষোভ প্রকাশের ভিডিওকে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:নরেন্দ্র মোদী, নাড্ডার ছবি যুক্ত বিজেপির পোস্টারকে জুতো পেতার ভিডিওটি আসন্ন লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়

Fact Check By: Nasim Akhtar 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *