অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়াই যেন এক প্রকারের বন্যা নেমে এসেছে। শেয়ার করা হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও ও মনগড়া লেখা পোস্ট। ২২ জানুয়ারি তারিখে রাম মন্দিরের প্রান প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনবির কাপুর, ভিকি কউসাল থেকে শুরু করে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সহ অনেক বলিউড তারকা। উপস্থিত ছিলেন দেশের সবচেয়ে ধনী শিল্পপতী গন, সাধু সন্তগন। অনেক বিজেপি নেতাগনরা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না বেশির ভাগ বিরোধী দলগুলোর নেতা মন্ত্রীরা। রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করে সেটিকে রাতের বেলার অযোধ্যা রাম মন্দির বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে রাম মন্দিরের মতই একটি মন্দির ভিন্ন ভিন্ন রঙের আলোয় আলোকিত হতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভগবান শ্ৰী রামচন্দ্রকে স্বাগত জানাতে অযোধ্যা ও মন্দির দুই প্ৰস্তুত । আজ রাতের ছবি জয় শ্ৰী রাম 🚩🚩।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। গত দুর্গাপূজায় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে তৈরি রাম মন্দিরের প্রতিলিপির ভিডিওকে অযোধ্যা রাম মন্দির বলে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকম দৃশ্য সম্বলিত বেশ কয়েকটি ইউটিউব ভিডিও পাওয়া যায়। ‘Debdut YouTube’ নামের চ্যানেলে ভ্লগ ভিডিওর দৃশ্যগুলোর সাথে ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওর দৃশ্যগুলো অনেকটা মিলে যায়। ১৭ অক্টোবর,২০২৩, তারিখে আপলোড করা এই ইউটিউব ভিডিও অনুযায়ী ভিডিওর মন্দিরটি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে নির্মিত রাম মন্দিরের প্রতিলিপি যা দুর্গাপূজাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

বেশ কিছু ফেসবুক প্রোফাইলেও ভিডিওর মন্দিরটিকে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে নির্মিত রাম মন্দিরের প্রতিরূপ বলা হয়েছে। দেখুন নিচেঃ

‘এই সময়’ প্রতিবেদন’

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনের শীর্ষকে লেখা হয়েছে- কলকাতার দুর্গাপূজা প্যান্ডেল অযোধ্যার রাম মন্দিরের আভাস দেয়। মণ্ডপের উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রতিবেদন আর্কাইভ

তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে ভিডিওর মন্দিরটি অযোধ্যা রাম মন্দির নয় বরং কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে নির্মিত দুর্গাপূজা মণ্ডপ।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। বাগেশ্বর ধাম বাবা ধিরেন্দ্র শাস্ত্রীর আহ্বানের সাড়া দিয়ে গ্রেটার নয়ডায় আয়োজিত কলশযাত্রার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার মণ্ডপের ভিডিও অযোধ্যার রাম মন্দিরের দাবিতে শেয়ার

Written By: Nasim A

Result: False