সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে চিতাবাঘের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, চিতাবাঘটি মদ খেয়ে ফেলেছে যার ফলস্বরূপ চিতাবাঘটি নিজের ঠিকানা হারিয়ে ফেলেছে। ৫৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের ভিড় তার শরীরে হাত লাগানো থেকে শুরু তার সাথে ছবি তুলছেন তবুও চিতাবাঘটি কোন রকম আক্রমন করছে না। ক্যাপশনে লেখা হয়েছে,” chভাটিখানায় প্রচুর মদ খেয়ে ফেলে বেসামাল চিতাবাঘ নিজের বাড়ি (জঙ্গল) যাওয়ার রাস্তা চিনতে পারছে না! তাই, গ্রামবাসীর সাহায্যে সে ফিরছে তার ঘরে।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। চিতাবাঘটি নেশাগ্রস্ত ছিল না তবে ক্যানাইন ডিস্টেম্পার নামে পরিচিত একটি স্নায়বিক রোগের ভুক্তভোগী।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভাইরাল এই ভিডিওকে অনেক প্রতিবেদন পেয়ে যায়। ‘এবিপি নিউজ’-এর ১ সেপ্টেম্বর,২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ইকালেরা জঙ্গলের কাছে। প্রথমে মানুষরা এই চিতাবাঘকে দেখে ভয় পেয়েছিল ঠিকই কিন্তু বাঘটিকে এমন বেসামাল অবস্থায় দেখে তারা তাকে ঘিরে ধরে এবং সেলফি তোলা ও হয়রানি করতে শুরু করে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং চিতাবাঘটিকে উদ্ধার করে। তথ্য অনুযায়ী, প্রাণীটি অত্যন্ত অসুস্থ ছিল। তাকে ইন্দোর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় যেখানে তার চিকিৎসা করা হয়। চিকিৎসকের মতে, চিতাবাঘটি স্নায়বিক রোগে (ক্যানাইন ডিস্টেম্পার) ভুগছিল। এই রোগে প্রাণীরা তাদের পরিচয় ভুলে যায়।

প্রতিবেদন আর্কাইভ

টিভি৯ ভারতবর্ষের ভিডিও উপস্থাপন থেকেও একই তথ্য পাওয়া যায়।

এই ঘটনা সম্পর্কে আরও জানতে ফ্যাক্ট ক্রিসেন্ডো ইন্দোর চিড়িয়াখানায় যোগাযোগ করে। তারা আমাদের জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ার দাবিগুলি মিথ্যা। চিতাবাঘটি ক্যানাইন ডিস্টেম্পার নামে পরিচিত একটি স্নায়বিক রোগে ভয়ানকভাবে অসুস্থ ছিল। এটি একটি অত্যন্ত গুরুতর রোগ এবং এটি থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। প্রাণীটি ইন্দোর চিড়িয়াখানায় দুই দিন চিকিৎসাধীন ছিল এবং পরে চিতাবাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। চিতাবাঘটি নেশাগ্রস্ত ছিল না তবে ক্যানাইন ডিস্টেম্পার নামে পরিচিত একটি স্নায়বিক রোগের ভুক্তভোগী।

Avatar

Title:ক্যানাইন ডিস্টেম্পার নামের স্নায়বিক রোগে আক্রান্ত চিতাবাঘের ভিডিওকে মনগড়া দাবির সাথে শেয়ার

Written By: Nasim A

Result: False