রাফাল কেলেঙ্কারির কথা নিজেই স্বীকার করছেন অমিত শাহ ? জানুন ভিডিওর সত্যতা যাচাই
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে রাফাল কেলেঙ্কারির কথা নিজেই স্বীকার করছেন অমিত শাহ। ৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে অমিত শাহকে বলতে শোনা যাচ্ছে যে রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেলেঙ্কারি হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” রাফায়েলের বড়ো কেলেঙ্কারি নিয়ে অমিত শাহ জীর স্বীকারোক্তি—।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভিডিওটি সম্পাদিত। আসলে অমিত শাহ বলছেন যে কংগ্রেস তার আমলে রাফালে কেলেঙ্কারি করেছে।
তথ্য যাচাই
ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ANI-এর চ্যানেলে ভাইরাল ভিডিওর দীর্ঘ সংস্করণটি পাওয়া যায়। ২০ আগস্ট তারিখে আপলোড করা এই ভিডিও উপস্থাপনে জানানো হয় যে, অমিত শাহ মধ্যপ্রদেশের ভোপালে গরিব কল্যাণ মহা অভিযান শুরু করেছেন এবং এটি সেই বৈঠকের ভিডিও। এই বৈঠকে তাকে বলতে শোনা যাচ্ছে যে বিজেপির সরকার মধ্যপ্রদেশ সহ দেশ জুড়ে উন্নয়নমুলক কি কি কাজ করেছে। তার সাথেই কংগ্রেসকে আক্রমন করে কংগ্রেস দ্বারা করা বেশ কিছু কেলেঙ্কারির কথা উল্লেখ করেন। কংগ্রেসের কেলেঙ্কারির কথা উল্লেখ করতে গিয়েই তিনি বলেন রাফালে যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেলেঙ্কারি করেছে।
নীচে ফেসবুক পোস্টের ভাইরাল ভিডিওর ও আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, অমিত শাহের দীর্ঘ প্রেস কনফারেন্সের ভিডিও থেকে ৭ সেকেন্ডের ক্লিপ কেটে প্রসঙ্গ ছাড়াই শেয়ার করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। এই ভিডিওতে অমিত শাহ কংগ্রেসের আমলে হওয়া কেলেঙ্কারির কথা বলছেন।
Title:রাফাল কেলেঙ্কারির কথা নিজেই স্বীকার করছেন অমিত শাহ ? জানুন ভিডিওর সত্যতা যাচাই
Written By: Nasim AkhtarResult: Altered