
গ্রামের মধ্যে এলোপাথাড়ি ভাবে জিপ চালানোর একটি ভিডিও ফেসবুকে বিশাল ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে ভিডিওটি বিহারের। দীর্ঘ ১ মিনিট ৩৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে কোন এক গ্রামের মধ্যে এলোপাথাড়ি ভাবে একটি জিপ গাড়ি বিশাল গতিতে চলছে। রাস্তার পাশের লোকজনদের পিষে দেওয়ার চেষ্টা করছে। কয়েকজন যুবককে গাড়ি লক্ষ্য করে কিছু ছুড়তেও দেখা যাচ্ছে।
ক্যাপশনে লেখা হয়েছে,” এমন খুনোখুনি শুধুমাত্র বিহারেই হতে পারে #NewsUpdate।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। রাজস্থানের ঘটনাকে বিহারের বলে শেয়ার করা হয়েছে।
তথ্য যাচাইঃ
ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই প্রক্রিয়া ভিডিওর কি ফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে শুরু করি। ফলে, ‘অমর উজালা’র প্রতিবেদনে ভাইরাল ভিডিওকে ঘিরে বিস্তারিত তথ্য পেয়ে যায়। ২৫ ডিসেম্বর তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, এলোপাথাড়ি ভাবে জিপ গাড়ি চালানোর এই ঘটনাটি রাজস্থানের দৌসা জেলার পাপাড়দা থানার সারাই গ্রামের। গাড়ি চালকের নাম শচীন। গতকাল শচীনের জিপের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয় যার জেরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। পাপাড়দা থানার অফিসার মুরারিলাল মীনা বলেছেন যে এখন উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছেছে এবং এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও রিপোর্ট দায়ের করা হয়নি।

‘এনডি টিভি’-এর প্রতিবেদনেও ঘটনাটিকে রাজস্থানের দৌসা জেলার পাপাড়দা থানার সারাই গ্রামের বলে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ ডিসেম্বর তারিখে। চালক শচীন শচীন বৈরাভা কালাখোঁ গ্রামের প্রধানের ভাগ্নে।
অন্যান্য সংবাদ প্রতিবেদনেও ঘটনাটিকে রাজস্থানের বলে জানিয়েছেন। জি নিউজ প্রতিবেদন, ইটিভি ভারত প্রতিবেদন,
তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে জিপ নিয়ে গ্রাম তোলপাড় করার ভাইরাল ভিডিওটি বিহারের নয় বরং রাজস্থানের।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। রাজস্থানের ঘটনাকে বিহারের বলে শেয়ার করা হয়েছে।

Title:জিপ নিয়ে গ্রাম তোলপাড়ের ভিডিওটি বিহারের নয়, রাজস্থানের
Written By: Nasim AResult: Misleading