কোন এক বহুতলীয় হাউজিং সোসাইটিতে অনেকজন মহিলা একটি গাড়ির সামনে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, টমেটো কেনার জন্য কাশ্মীরের মহিলারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” 370 ধারা বাতিল হওয়ার পর ভক্তরা ভেবেছিল কাশ্মীরে জমি কিনবে,অবস্থা দেখুন লাইন দিয়ে টম্যাটো কিনছে‼️।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি কাশ্মীরের নয় বরং উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মহাগুনপুরম সোসাইটির। সেখানে বাজার মুল্য থেকে কম দামে টমেটো কেনার ব্যবস্থা করেছিল পৌরসভা। কম দামে টমেটো কেনার জন্য উত্তরপ্রদেশের মহিলাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ভিডিও কাশ্মীরি মহিলাদের দাবি করে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

পোস্টের দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটির কি ফ্রেম নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদন পেয়ে যায়। ‘দৈনিক সাবেরা’র ভিডিও উপস্থাপন অনুযায়ী, ভিডিওটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের মহাগুনপুরম সোসাইটির। বাজার মুল্য থেকে কম দামে টমেটো কেনার জন্য সোসাইটির মহিলারা এই লম্বা লাইন করেছিলেন। টমেটোর বাজার মুল্য ছিল ২০০ টাকা/কিলো কিন্তু এখানে ১৩০ টাকা/কিলো দরে দেওয়া হচ্ছিল। ন্যায্য মুল্যে টমেটো দেওয়ার এই ব্যবস্থা পৌরসভা থেকে করা হয়েছিল।

https://www.facebook.com/reel/295252346350795

‘ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, গাজিয়াবাদের মহাগুন পুরম সোসাইটিতে টমেটো কেনার জন্য লোকজন লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। মান্ডি পরিষদ, জেলা প্রশাসন এবং পৌর কর্পোরেশন মানুষের জন্য ন্যায্য মূল্যে টমেটো বিক্রির ব্যবস্থা করেছিল।

প্রতিবেদন আর্কাইভ

অন্যান্য প্রতিবেদনেও ( বিজনেস টুডে, স্ক্রোল, টিভি৯ কান্নাড়া) ভিডিওটিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের জানিয়ে একই তথ্য জানানো হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি কাশ্মীরের নয় বরং উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মহাগুনপুরম সোসাইটির। কম দামে টমেটো কেনার জন্য উত্তরপ্রদেশের মহিলাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ভিডিও কাশ্মীরি মহিলাদের দাবি করে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:টমেটো কেনার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ভিডিওটি কাশ্মীরের নয় বরং উত্তরপ্রদেশের

Written By: Nasim Akhtar

Result: False